অশরীরী Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
এভাবে আশ্রমে একসাথেই তারা বড় হয়েছে, নিজেদের লেখাপড়া শেষ করেছে। এখন অবশ্য সুজয় একটি খেলনা কোম্পানিতে কাজ করে,আর অপর্ণা কাজ করে একটি সুতোর কোম্পানিতে। সেদিনের খেলার সাথী থেকে তারা দুজনের জীবন সাথী, তারা বিয়ে করেছে। নিজেদের বাড়ি করেছে, আর তাদের ৫ বছরের একটি ছেলে আর একটি মেয়ে 11 মাসের। এই নিয়ে তাদের ছোট্ট সুখের সংসার।
অবশ্য বাচ্চা গুলোর মুখ চেয়ে অপর্ণার আর কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু সে সুজয় কে বলেছে বাচ্চাগুলি একটু বড় হলেই সে আবার কাজ শুরু করবে। তার কথায় সায় দিল সুজয়। তারা খুব বোঝে দুজন দুজনকে, বুঝবে নাইবা কেন ছোট থেকেই দুজন দুজনকে দেখে আসছে এমন একটা দিন নেই যেদিন তারা একে অপরকে না দেখে থেকেছে। খুব ভালোবাসে দুজন দুজনকে।
তারপর সকালের জলখাবার খেয়ে কাজে বেরিয়ে পড়ল সুজয়। এবছর ছেলেটাকে স্কুলে ভর্তি করেছে তারা। সুজয় কাজে যাওয়ার পথে ছেলেকে স্কুলে দিয়ে যায়। আবার 11 টায় তাকে অপর্ণা বাড়ি নিয়ে আসে। এভাবেই কেটে যায় অপর্ণার। সুজয় রোজ সন্ধের আগেই বাড়ি চলে আসে।আজ বাইরে খুব মেঘ করেছে খুব জোর বৃষ্টি হচ্ছে, ঝড়ও বইছে।
সুজয় এখনো বাড়ি ফেরেনি, খুব চিন্তা হচ্ছে অপর্ণার। ঘরের লাইট টা একটুখানি দপ দপ করে নিভে গেল। বৃষ্টির জল পড়ে মনে হয় শর্টসার্কিট হয়েছে, সুজয় এলে লাইটটা ঠিক করাতে হবে। অন্ধকারে আবার অপর্নার খুব ভয়। অবশ্য মোমবাতি একটা জ্বেলেছে সে। কিছু পরেই বৃষ্টি থামতে সুজয় বাড়ি এলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর কারেন্ট না আসায় সুজয় একটু খোঁচাখুঁচির পর কারেন্ট চলে আসলো।
তারপর খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারাও শুয়ে পড়ল। কিন্তু ঘুম যে আসছে না কিছুতেই। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, বাজ পড়ছে জোরে জোরে। থেকে থেকে অপর্ণা ভয় পেয়ে জেগে উঠছে,পাশ থেকে সুজয় অপর্ণার হাতটা ধরে রয়েছে। হঠাৎ অপর্ণা সুজয় কে বলে উঠলো ছেলেমেয়েদেরকে আমাদের মানুষের মত মানুষ করতেই হবে! আমরা পারব তো ? উত্তরে সুজয় বলল আমাদের পারতেই হবে।
সকালে তাদের ঘুম ভাঙলো, বাইরে আকাশ একেবারে পরিষ্কার হালকা মিষ্টি রোদ উঠেছে। প্রতিদিনের মত অপর্ণা সকালে উঠে সুজয়ের জন্য জলখাবার বানাতে রান্নাঘরে গেল। কোন কাজে আজ যেন তার মন বসছে না। তবুও রান্না শেষ করে ছেলেকে স্কুলের জন্য রেডী করে দিলো অপর্ণা। তারপর খাবার টেবিলে সুজয় আর ছেলেকে কে খাবার বেড়ে দিল।
যথারীতি খাওয়া শেষ করে সুজয় ছেলেকে স্কুলে পৌছে দিয়ে অফিসের পথে রওনা দিলো, আর বাড়িতে অপর্ণা মেয়ের সাথে সময় কাটাতে থাকল।এভাবেই তাদেরকে আরো কয়েকটা বছর কাটাতে হবে।সুজয় আর অপর্ণা দুজনে একটা কথাই ভাবছে, তাদের যে মা-বাবার ছিলনা তারা যে অনাথ হয়ে বড় হয়েছে।
তারা দু'জনই ঠিক করেছে ছেলে মেয়ে দুটোকে তারা কিছুতেই অনাথ হতে দেবে না।হ্যাঁ, কাল রাতে শর্টসার্কিট ঠিক করবার সময় শক্ লেগে সুজয় ছিটকে পড়ে যায়, অপর্ণা সুজয় কে বাঁচাতে গিয়েই তাদের দুজনেরই মৃত্যু হয়। কিন্তু তাদের যে মুক্তি নেই, ছেলেমেয়ে দুটি একটু বড় না হলে, কিভাবে তাদের ছেড়ে চলে যাওয়া যায়!!সন্তানদের মুখ চেয়ে তাদের অশরীরী হয়ে হলেও থাকতেই হবে, পারতেই হবে তাদের। তারা যে বাবা-মা......
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments