পিশাচের কবলে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
আমার দাদুর জীবনে অনেক ভৌতিক ঘটনা আছে।আজ তারি জীবনে ঘটা একটা ঘটনা গরূপে আনলাম।
#সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত।
#পিশাচের কবলে
আজ যে ঘটনাটি বলতে চলেছি এটা আমার দাদুর ঘটনা। সময়টা ষাটের দশকের মাঝামাঝি। একদিন রাতে দাদু তার ঘরে শুয়ে আছে। হঠাৎ দাদুর ওয়াশরুম যাবার প্রয়োজন হয়ে পড়ে। আগেকার দিনে তোমরা সকলেই জানো বন্ধুরা বাড়ির ওয়াশরুম গুলো ঘর থেকে অনেক দূরে হত।দাদুর বাড়ির ওয়াশরুম টাও তাঁর বাড়ি থেকে বেশ একটু দুরেই ছিল। দাদু ওয়াশরুমে যাওয়ার জন্য তৈরী হলেন। লনঠনটা জ্বালিয়ে বাহাতে ধরলেন এবং ডান হাতে একটা শক্ত মোটা লাঠি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। থমথমে রাত নিকষ কালো আঁধারে ঢাকা।সেই আঁধার এতই ঘন দুহাত দূরে কি আছে চোখে ধরা পড়ে না। কোথাও কোন শব্দ নেই। দাদু লনঠনের আলোয় আস্তে আস্তে হেঁটে ওয়াশরুমে পৌঁছালেন। কিন্তু সেখানে পৌঁছেই দাদু দেখলেন ওয়াশরুমের দরজা টা বন্ধ। দরজাটা একটু ঠেলতে বুঝতে পারলেন সেটা ভেতর দিয়ে বন্ধ। অর্থাৎ সেই ওয়াশরুমের মধ্যে যেন কারুর অস্তিত্ব আছে। দাদু বাইরে থেকে জিগ্গেস করলেন।কে ভেতরে? ভেতর থেকে একটা খীন কন্ঠে উত্তর এলো আমি হীতেশ। দাঁড়া বেরোচ্ছি। হীতেশ ছিল দাদুর ই একজন বন্ধু। দাদুর থেকে একটু বয়সে বড় ছিলেন বলে দাদু তাকে হিতেশ দা বলে ডাকতেন। তিনি দাদুর বাড়ীর খুব কাছেই থাকতেন এবং মাঝে মাঝে দাদুর ওয়াশরুমে আসতেন। দাদু বিষয়টাকে স্বাভাবিক মনে করে বাথরুমের দিকে পিছন ফিরে একটা বিড়ি বের করে খেতে থাকলেন। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর দাদু হঠাৎ সেই ওয়াশরুমের ভেতর থেকে একটা হাড় চেবানোর শব্দ পান। এই রকম একটা পরিবেশে এইরকম একটা বিচিত্র শব্দে দাদু বেশ অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন ওয়াশরুমের ভেতরে কেউ একজন কোন কিছুর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দাদু বিষয়টা ভালো করে বোঝবার জন্য যেই ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। অমনি প্রচন্ড একটা শব্দে ওয়াশরুমের দরজা টা হাট করে খুলে গেল আর সাথে সাথেই একটা দমকা ঠান্ডা বাতাস সেখান থেকে বেরিয়ে দাদুকে স্পর্শ করে উধাও হয়ে গেল। সেই বাতাস এতটাই ঠান্ডা ছিল দাদুর শরীরের ভিতর এর হাড়গুলোও যেন কেঁপে উঠল। দরজাটা হাঁট করে খোলাই ছিল এবং বাতাসে সেটা সামান্য দুলছিল । কিন্তু ওয়াশরুমের ভিতরটা প্রচন্ড অন্ধকারে ঠাসা। সেই অন্ধকার ভেদ করে করে দাদু কিছুই দেখতে পেলেন না দূর থেকে।তাই দাদু এইবার ওয়াশরুমের ভেতরে ঢুকলেন। হাতের লন্ঠন টা সামনে বাগিয়ে ধরলেন। দাদু সেই লনঠনের টিম টিম আলোয় চারদিকে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ ওয়াশরুমের এক কোণে একটা বিড়ালের মৃতদেহ দেখতে পেলেন। বিড়ালটার শরীর একেবারে রক্তাক্ত। দেহের হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে।তার শরীরের বেশ কিছু জায়গা কে যেন খুবলে খেয়ে নিয়েছে। শরীরের বেশ কিছু হাড় বিড়ালটার সামনের মেঝেতেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ওয়াশরুমের মাটির মেঝে টাটকা তাজা রক্তে ভেসে যাচ্ছে। এইরকম একটা বিভৎস দৃশ্য দেখে দাদুর মুখ থেকে একটা ভয়ালো আর্তনাদ বেরিয়ে এলো।আর সাথে সাথেই একটা ভয়াবহ অমানুষিক হাসির রোলে সারা আকাশ বাতাস কাঁপতে লাগল। দাদুর মনে হলো অজানা একটা ভয়ংকর কিছু খুব সামনে থেকে দাদুকে দেখছে আর হাসছে।কি বিভৎস সেই হাসি। এতটাই পৌশাচিক বুক ভয়ে কেঁপে ওঠে। দাদুর ডান হাতের লাঠি টা ছিটকে পড়ে গেল। দাদু কোনরকমে শরীরে শক্তি এনে এবং বাঁহাতে ধরে থাকা লন্ঠন টা কে শক্ত করে ধরে পিছন ফিরে নিজের ঘরের দিকে ছুট লাগালেন। কিন্তু দৌড়তে দৌড়তে দাদু বুঝতে পারলেন কিছু একটা জিনিস ধপ ধপ করে পা ফেলতে ফেলতে দাদুর পিছনে ছুটে আসছে।তার পায়ের আওয়াজ এতটাই ভারী যেন মনে হয় দাদুর পেছনে যেটা দৌড়তে দৌড়তে এগিয়ে আসছে। সেটা বেশ মোটা এবং বেশ লম্বা কোন কিছু। দাদু ঊর্ধ্বশ্বাসে ঘরের বারান্দা পেরিয়ে দরজা খুলে নিজের ঘরে ঢুকে যান। এবং সাথেসাথেই দরজা দুটো বন্ধ করে দেন। একটু পরে সেই ধপধপ আওয়াজটাও বারান্দা পেরিয়ে দাদুর দরজার ওপাশে এসে থামে।বেশ কিছুখন চুপচাপ কেটে যায়। হঠাৎ দাদুর সেই দরজায় কে যেন বাইরে থেকে একটা প্রচন্ড লাথি মারে। মনে হয় বাইরের অজানা জিনিস টা দাদুর ঘরে ঢুকে আসতে চাইছে। দাদু আর দেরি না করে ঘরের মেঝেতে বসে গায়ত্রী নাম জব করতে শুরু করেন। তারপর দাদু একটা বাইরে থেকে তীব্র গম্ভীর ভয়াবহ গলায় আওয়াজ পান। কেউ যেন বাইরের থেকে বলছে আজ খুব বাঁচান বেঁচে গেলি। ওই ওয়াশরুমে আর বেশিক্ষণ থাকলে। বিড়ালটার মতন তোরও হাড় মাংস চিবিয়ে খেতাম। এরপরেই দাদু শুনতে পেলেন বাইরের সেই ধপধপ আওয়াজটা আস্তে আস্তে তার ঘর থেকে দূরে চলে যাচ্ছে। এবং একসময় সেটা মিলিয়ে যায়। দাদু ভয়ে ভয়ে কোন রকমে রাতটা কাটিয়ে দেন।
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments