জন্মান্তর Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
তিন মাস হলো মুর্শিদাবাদের এই স্কুলটায় বদলি হয়ে এসেছি। স্কুলটা এমনি খুবই ভালো। ছাত্ররা গরিব বটে তবে মেধাবী। আমি কলকাতা থেকে এসেছি বলে প্রধান শিক্ষক আমার একটু যত্ন নেন। এখানে মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যায়। তাই উনি কৃত্তিম আলোর ব্যবস্থা করে দিয়েছেন। খাবার জলের জন্য ফিল্টার ও বসিয়ে দিয়েছেন। সবই ঠিক ছিল, শুধু একটাই সমস্যা। সমস্যার নাম হলো পূর্ণিমা। হ্যাঁ, যবে থেকে এখানে এসেছি প্রতি পূর্ণিমাতে আমার শরীর খারাপ হয়।রাতে ঘুম হয় না। শরীর ভারী হয় যায় আর কেমন যেন অস্থিরতা জাগে ভেতরে। এর মধ্যে একবার পশ্চিমের মাঠে আমাকে পরে থাকতে দেখা গেছে। ভোরবেলা ছেলেরা খবর দিয়েছে স্কুলে। আবার কখনো ঘোড়ার মতো সারা মাঠ টগবগ টগবগ আওয়াজ করতে করতে ছুটে বেড়াতে দেখা গেছে। অথচ আমি নিজে এসব কিছুই জানিনা।
আজ আবার পূর্ণিমা। ঠিক করেছি কোন অবস্থাতেই বাড়ি থেকে বের হবো না। স্কুলেও তাই যাইনি। কুমুদের মাকে বলেছি রান্না করে বাইরে থেকে তালা দিয়ে চাবি নিয়ে বাড়ি চলে যেতে। কাল সকাল সকাল রান্না করতে আসবে যখন চাবি দিয়ে তালা খুলবে। এবার আসা করি আর বাড়ি থেকে বেরোনোর সমস্যা হবে না। চান, খাওয়া করে নিশ্চিন্তে ভাত ঘুম দিলাম। ঘুম যখন ভাঙলো জোৎস্নার আলো আমার শরীর ধুয়ে দিয়ে যাচ্ছে। পুরো ঘরটা যেন অন্য জগতে নিয়ে যাচ্ছে আমায়। বাইরের আকাশ চুম্বকের মতো টানছে আমায়। বাইরে বেরোনোর জন্য মন অস্থির হয়ে উঠেছে। দরজায় ঠেলা দিতে গিয়ে বাধা পেলাম। কুমুদের মায়ের কথা মনেই এলো না। প্রবল শক্তি দিয়ে দরজাটা ধাক্কা দিলাম। ভেঙে গেল তালা। কোনদিকে না তাকিয়ে সোজা চললাম পশ্চিম পানে। কারা যেন ডাকছে আমায়। তাদের ক্ষীণ স্বর ভেসে আসছে কানে।
মাঠের অনেকটা চলার পর থমকে দাঁড়ালাম। সামনে একটা বড় প্রাসাদ। পরিত্যক্ত, জীর্ণ অবস্থায় ভূতের মতো একা দাঁড়িয়ে। অন্ধকার ওই প্রাসাদ আমায় হাতছানি দিয়ে ডাকছে- "এসো কাছে এসো......." ওর ডাকে সাড়া না দিয়ে আমার কোন উপায় নেই। পায়ে পায়ে সম্মোহিত হয়ে এগিয়ে গেলাম। দরজাটা আপনিই খুলে গেল একটা বিকট মরচে ধরা শব্দ করে। আমি বাড়ির ভেতর পা রাখলাম। আমার মস্তিস্ক যেন একবার সতর্ক করলো ভেতরে না যাওয়ার জন্য। কিন্তু আমি যেন অন্য কারোর বশে তখন। এবার কারা যেন ফিসফিস করলো।
"তৈরি হও সবাই। সে এসে গেছে।"
অমনি গোটা বাড়িতে আলো জ্বলে উঠলো। আমি অবাক হয়ে দেখলাম মাথার ওপর দামি বড় ঝার লণ্ঠন। পায়ের তলায় লাল পুরু নবাবী গালিচা। দেয়ালে মনিমুক্ত খচিত। এ কোথায় এলাম আমি!তখনই জনা বিশেক লোক, সিপাহীদের মত পোশাক পরে আমার সামনে এসে হাজির। তাদের পোশাকে রাজকীয় ঐতিহ্য। মাথায় পাগড়ি ও কোমরে তরোয়াল।
"শেষ করে দাও।"
বলেই ওরা ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। সঙ্গে সঙ্গে আমিও কোমর থেকে কি একটা বার করলাম। একি! এটা তো একটা ধারালো তরোয়াল। আমার কোমরে এলো কিভাবে? আরো অবাক হলাম এই দেখে যে আমারও রাজকীয় বেশ। শুরু হলো আত্মারক্ষার জন্য যুদ্ধ। এরা কারা, আমি কে, কেনই বা আমাকে মারতে চাইছে কিছুই বুঝতে পারছি না। এমন সময় পেছন থেকে আমায় দুজন জাপটে ধরলো। সঙ্গে সঙ্গে বাকিরা আমায় ঘিরে ফেললো। এবার মুকুট পরা, রাগি, রাজবেশ পরিহিত লোক আমার বুকের কাছে তরোয়াল ঠেকিয়ে, হুঙ্কার দিয়ে বলে উঠলো,
"আমি জানি তুমি ঠিক আসবে একদিন। আসতে তোমায় হবেই। জন্ম জন্মান্তর ধরে আমি আর আমার বিশ্বস্ত লোক তোমার জন্য অপেক্ষা করছি। আমার সাথে বেইমানি করার ফল তোমায় পেতেই হবে। এই গোটা মুর্শিদাবাদ আজকের রাতের জন্য অপেক্ষা করছে। মীরজাফর!আগের জন্মের সাজা আজ তোমাকে সিরাজ দেবেই।"
বলেই তরোয়াল আমার চোখের সামনে তুলে ধরলো। চারপাশের রোশনাই তে ওটা চকচক করে উঠলো। আমার ঘোর ভাবটা যেন কেটে গেল। আমার পা কাঁপছে, মাথা দুলছে। শেষে আমি বাংলার বিশ্বাসঘাতক মীরজাফরের'এর জন্মান্তর।
আমি এবার সর্বশক্তি দিয়ে সৈনিকদের হাত ছাড়ানোর চেষ্টা করলাম। বিদ্যুৎ গতিতে তরবারি নেমে আসছে।
চোখ খুলে প্রধান শিক্ষককে সামনে দেখতে পেলাম। তাকিয়ে দেখলাম সারা গায়ে, হাতে, মাথায় ব্যান্ডেজ। আমি হাসপাতালের বেডে শুয়ে।
"ওই ভুতুড়ে বাড়িতে কি করছিলেন মশাই? আপনার এই হাল ই বা কে করলো? ভাগ্যিস সুশীল মাস্টার সেদিন শ্বশুরবাড়ি থেকে ওই পথে ফিরছিল। উনি আপনাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। কি ব্যাপার বলুন তো?"
আমি দু মিনিট চুপ থেকে বললাম,
"আমি কলকাতায় ফিরতে চাই।" তারপর হাতের আয়ূরেখাটার দিকে তাকালাম।
সমাপ্ত।
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments