Header Ads Widget

অন্ধকার

অন্ধকার Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)





#গল্প
#অন্ধকার

 দুম করে ঝড়-বৃষ্টিটা না এলে হয়তো শেষ ট্রেনটা পেয়েও যেত ওরা | কিন্তু এই এক সমস্যা, অজ পাড়া গাঁয়ে বিয়ে খেতে এসে দুর্যোগের মুখে পড়তেই হলো, সব চৌপাঠ | তবুও দিপু রিঙ্কুকে আস্বস্ত করেছিল, চলো না একটু তাড়াতাড়ি, ট্রেনটা পেলেও তো পেয়ে যেতে পারি | কিন্তু বাজারের মোড়টা ঘুরতেই যে রাস্তাটা খানা খন্দরে ভর্তি থাকবে তা বোধহয় তাদের কল্পনাতেও ছিল না | অন্ধকার স্টেশনে এসে দুজনের কপালে হাত, তার থেকেও বড়ো কথা মোবাইলের টাওয়ারও যে এখন অমিল | শুনশান এই জায়গায় এতো রাতে নিশাচর প্রাণীদের আওয়াজে অসহায় দুজনের মুখ চাওয়া চাওয়ি করুণ দৃশ্য তৈরী করলো |
 সামনের দিকে অন্ধকারে কিছু লোকের হাসাহাসির শব্দ ভেসে আসতে দুজনে চমকে গেলো | অন্ধকার রাতে জ্বলে থাকা আগুনের ফুলকি দেখে মনে হচ্ছিলো ওরা জনা চারেক তো হবেই | রিঙ্কুর দিপুর হাত চেপে ধরা, দীর্ঘশ্বাসের শব্দ, নির্জনতার সাক্ষীকে অসহায় হতে মনে করালো | হঠাৎ মনে হলো, ওরা ওদের কাছে আসছে | ভর ভর করে ভেসে আসছে সস্তার মদের গন্ধ, একজন হেলে দুলে জিজ্ঞেস করলো,
-কি দাদা, এতো রাতে ট্রেন মিস করেছেন ? আর কি, আবার সেই সকালে ! এখন এই এখানেই রাত কাটানোর ব্যবস্থা করতে হবে যে |
 দিপু সাহস করে জিজ্ঞেস করে,
-এখানে কাছাকাছি কোথাও একটু রাত কাটানোর ব্যবস্থা করে দিতে পারলে আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো | আন্তরিক অনুরোধ, একটু চেষ্টা করে দেখুন না |
 কাছে ঘেঁষে আসা একটি লোক ফিসফিসিয়ে বললো,
-আসুন না আমাদের সাথে, কাছেই ক্লাবঘর রয়েছে | আজকের রাতটা মনে হয় কোনো অসুবিধাই হবে না |
 রিঙ্কু হাত ধরে দিপুর, বোঝা যায় ও বেশ অসহায় বোধ করছে | ওর চেনা শরীরী ভাষায় ওদের কথায় না করে দিলো সে, উত্তর দিলো,
-আচ্ছা দাদা, বুঝতে পারছেন তো, একটু ভেবে নি | তারপর আপনাদের কথা মেনে দেখবো | 
 কিছুটা দূরে সরে গেলো ওরা | বুঝতে পারলো, এই মুহূর্তে শিকার হাতছাড়া করাটাই বুদ্ধিমানের কাজ হবে | ক্রমশ পিছপা হতে হতে ওরা বেশ কিছুটা দূরে যেতেই, একটা শান্ত কণ্ঠস্বর তাদের কাছে ভেসে এলো,
-আপনারা কি ট্রেন মিস করেছেন ? আবার তো সেই সকালে ট্রেন | আমি এখানকার স্টেশন মাস্টার, এখানে তো ওয়েটিং রুম নেই, কোনো অসুবিধা না থাকলে কাছেই আমার বাড়িতে আপনারা রাতটুকু কাটাতে পারেন |
 চশমা পড়া, একটু রোগাটে গড়ন, ওনার কথায় আন্তরিকতার স্পর্শ পেলো দিপুরা | রিঙ্কুর কথায় ওনার সাথেই যাবে বলে অগ্রসর হলো দুজনে | ওনার হাতে জোরালো টর্চের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছিলো সামনের নড়বড়ে রাস্তার হাল | রিঙ্কুর আঁকড়ে ধরা হাত দিপুর হাতে, এগিয়ে চললো ওনার পিছন পিছন | বেশ অনেকটা পথ, তবুও কোনোমতে একটা রাত নির্বিঘ্নে কাটানোর জন্য মানিয়ে নেওয়া |
  জমকালো না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ছোট্ট জঙ্গল মতন জায়গায় ওনার বাড়ি | 
-আপনারা ওই ঘরটাতে যান, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি পাশের ঘরেই রয়েছি |
 
    আলো নিভিয়ে শুয়ে পড়ে দুজনে ভাবতে লাগলো সারা দিনের জার্নির কথা | ভীষণ প্রিয় এক আত্মীয়র বিয়ে উপলক্ষে এখানে আসা, কাল দিপুর ভীষণ জরুরি একটা কাজের জন্য রাতের ট্রেন ধরবার জন্য ওখানে থেকে বেরিয়ে পড়া | কিন্তু পথে তুমুল ঝড়বৃষ্টির সম্মুখীন হওয়ায় আজ এই দুর্ভোগ | তবুও ওই মাতাল লোকগুলোর তুলনায় এই মাঝবয়সী স্টেশন মাস্টারকে তাদের ভরসা হয়েছে | 
    সকাল হতেই দুজনের ঘুম ভাঙে, পাশের ঘরে তালা থাকতে এদিক ওদিক খুঁজেও ওই ভদ্রলোকের খোঁজ পায় না | ট্রেনের সময় হয়ে আসতে কোনোমতে দুজনে বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে | পথে একটি রিক্সায় উঠে পড়ে দুজনে, জিজ্ঞেস করে ট্রেনের ব্যাপারে,
   রিকশাওলাটি জোরে প্যাডল করতে করতে জানায়, 
-বাবু, এখানে সব কিছু এখন একটু গোলমেলে | গত মাসে স্টেশন মাস্টার একসিডেন্টে মারা যাওয়াতে নিয়ম কানুন বলে কিছু নেই, বিশেষত রাতের দিকে | আমরা সবাই হেড অফিসে আবেদন করতে ওরা জানিয়েছে সামনের সপ্তাহে নতুন স্টেশন মাস্টার আসবেন, ততদিন একটু অসুবিধা মেনে নিতে হবে | 
 দিপু রিঙ্কু ভয় পায় এই সাত সকালে | দিপু কিছু জিজ্ঞেস করতে যেতে রিঙ্কু হাত চেপে ধরে ওর | তবুও মনে মনে ওনাকে কৃতজ্ঞতা জানায় রাত টুকু নির্বিঘ্নে কাটানোর জন্য |

~~~**~~~













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments