Header Ads Widget

মুক্তি

মুক্তি Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







#গল্প-মুক্তি

---***---------
আজ বহুদিন হয়ে গেলো এই ঘরে আবদ্ধ আমি। সারা ঘরে ক্যানভাস ছড়িয়ে আছে। আমি শুভ্র। একজন নামকরা চিত্রকর। রক্তে শিরা উপশিরাতে ছড়িয়ে রেখেছি সৃষ্টির নেশা। সাল 1940 রাশিয়াতে আছি আমি। রাশিয়ান বিজ্ঞানীরা আমাকে আটক করেছে একটা পরীক্ষার জন্য।
আসলে একটা ছবির এক্সিবিশনে এসেছিলাম এখানে। ষড়যন্ত্র করে ওরা আমাকে দেশদ্রোহী প্রমাণ করে আর তারপর জেল।
ওরা আমাকে কথা দিয়েছিলো টানা তিরিশ দিন যদি আমি জেগে থাকি তাহলেই মুক্তি।
একটা গ্যাস চেম্বারে আমার পছন্দের সমস্ত খাবার, জল, ছবি আঁকার সরঞ্জাম দিয়েছিলো ওরা।
আমি ভেবেছিলাম সত্যি যদি পারি তাহলেই মুক্তি।
ওই ঘরে একটিও জানলা ছিলো না, অক্সিজেনের সাথে বিষাক্ত গ্যাস দিয়ে পরিপূর্ণ ছিলো। একটা কাচের দেওয়াল দিয়ে ওরা আমাকে লক্ষ করতো।
প্রথম ওই অন্ধ কুঠুরিতে যখন পা দিয়েছিলাম মনের মধ্যে একটা অদ্ভুত আতঙ্কের সৃষ্টি হয়েছিলো। সেদিন ওদের কথা গুলো শুনতে পাচ্ছিলাম। কিন্তু বোঝার শক্তি হারাচ্ছিলাম ধীরে ধীরে।
শুধুই এঁকে চলছিলাম অনুভূতি গুলো। চারদিনের মাথায় সব শব্দ গুলো অদৃশ্য হচ্ছিলো মস্তিস্ক থেকে। অনুভূতি গুলো আস্তে আস্তে লুপ্ত হচ্ছিলো। নিজেকেই নিজে ক্রমাগত আঘাত করছিলাম। পেট বুক হাত তখন ক্ষত বিক্ষত। ক্যানভাস গুলো এদিক ওদিকে ফেলে ভেঙেছি সমস্ত সৃষ্টি। শরীরের এক দানবের শক্তি। অথচ ব্রেন কাজ করছে না। সাত দিন এভাবেই বাকরুদ্ধ হয়ে বসে ছিলাম বিস্ফারিত চোখে।
ওরা বুঝে ছিলো কিছু ভুল হচ্ছে আমার সাথে। সিদ্ধান্ত নিয়ে ছিলো ওই চেম্বার থেকে আমাকে বেড় করে আনতে।
আমি বেরোতে চাইনি বিষাক্ত মরফিনে আমি তখন আসক্ত। মানুষ থেকে পরিণত হতে চলেছি দানবে।
আমার ক্ষত স্থান অপরেশন করার জন্য ওরা তখন ব্যস্ত। কিন্তু আমি রাজি হয়নি অজ্ঞান হতে।
যদি ঘুমিয়ে পড়ি, তাহলে ওরা আর মুক্তি দেবেনা।
আমার মুক্তি চাই। অথচ মুক্তির অনুভূতি গুলো অন্ধকার। ওরা আমার কথা রাখে জ্ঞান অবস্থায় অপারেশন হয় আমার। আমি ছটপট করতে থাকি. চিৎকারে আমার কন্ঠের শিরা গুলো ছিঁড়ে যায়।
মরফিনের মাদকতায় আমি ফিরতে চাই ওই গ্যাস চেম্বারে।
ওরা বুঝতে পারে ওদের পরীক্ষা সফল হবে না।
ওরা আর ওই ঘরে আমাকে যেতে দেয়নি।
শুধু একটা কিছু আমার হার্টের ভিতর দিয়ে প্রবেশ করেছিলো। তারপর আমার শরীরটা এখনো মেঝেতে পড়ে আছে।
ওরা সবাই চলে গেছে। পোকা মাকড়ে খুবলে খাচ্ছে আমার দেহ। আর আমি মুক্তি চাইছি।
চিৎকার করে বলছি আমায় মুক্তি দাও।
আমি ফিরতে চাই দেশে। ফিরতে চাই আমার বাড়িতে।
কেউ শুনতে পাচ্ছেনা আমাকে। ক্যানভাসের ওপরে আমি ভেসে বেড়াচ্ছি। নাকে আসছে মরফিনের গন্ধ। উফঃ কি মাদকীয় অনুভূতি।
সারা ঘর জুড়ে মুক্তির খোঁজে দিন গুনছি আমি।
(সমাপ্ত)












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments