Header Ads Widget

একটি রাতের গল্প

একটি রাতের গল্প Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






( একটি রাতের গল্প )

আপনারা হয়ত অনেকেই আপনাদের প্রীয় মানুষটির কন্ঠস্বর শুনেছেন, বা তার প্রতিচ্ছবি এক ঝলক দেখেছেন, হয়ত ভেবেছেন এটি আমার মনের ভ্রান্ত ধারনা ছিল বা চোখের দেখার ভুল ছিল.......আমি এর কোনটাকেই অগ্রাহ্য করছি না, কিন্তু আমার এই গল্পটা পড়লে হয়ত বুঝতে পারবেন যে ঘটনাটা একদম ই সত‍্যি।
এবার একটা কথা আছে নাহ! বিশ্বাসে মেলায় বস্তু কিন্তু তর্কে অনেকদুর.....ব‍্যপারটা অনেকটা এইরকমই......যদিও কোন পোক্ত প্রমান আর যুক্তি ছাড়া আমি অন্তত কিছুই বিশ্বাস করি না, কিন্তু সেইদিনের সেই ঘটনাটি কেন যানিনা আমার বিশ্বাস করতে খুব ইচ্ছে করে এবং বিশ্বাস করিও, তার পেছনেও কিছু প্রমান ও যুক্তি আমি পেয়েছি কারন এটি সম্পুর্ন আমার নিজের এমন একজন মানুষকে নিয়ে লিখছি, যাকে আমি খুব খুব খব খুব খুব খুব খুব খুব.....ভালোবাসি, শ্রদ্ধা ও সনমান করি, 🙏 তিনি হলেন আমার স্বর্গীয় "বাবা"।
তুমি যেখানেই থেকো যেন খুব খুব খুব ভালো থেকো বাবা। I ❤ you & I miss you a Lot.

Sorry একটু আবেগপ্রবন মন নিয়েই শুরু করছি......আমার বাবা গত 10 বছর হল মারা গেছেন, আমি দাহ সংস্কার ও শ্রাদ্ধ অনুষ্ঠানের ঠিক 15 দিন পরের সেই রাতের কথা বলছি......যেদিন আমি ঘরে একা ছিলাম এবং একটু ভয়ে ভয়েই ছিলাম কিন্তু এই ভয়টার মধ‍্যে একটা অন‍্যরকম ব‍্যপার ছিল কারন আমি একদিকে খুব ভয়ও পাচ্ছিলাম এবং অন‍্যদিকে তাকে একটিবার হলেও দেখার ইচ্ছেও করছিল,তাকে একটু ছুঁয়ে তাকে জড়িয়ে ধরে একটু কাঁদবার ইচ্ছেও করছিল, তাকে খুব বলতে ইচ্ছে করছিল আমি তোমাকে যে বড্ড ভালোবাসি গো...কেন তুমি তোমার ই হাতে গড়া সাজানো সংসারে আমাদের একা ফেলে দিয়ে চলে গেলে কিন্তু আমি এতটাই অভাগা, কারন আমার এই সাধ পূরন হয়নি পরে এই ভেবে মনটাকে সান্তনা দেই যে, বোকা ছেলে যে ব‍্যক্তি একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় তাকে কি আর কোনদিন ফিরে পাওয়া যায়??? সত‍্যি ওইদিনের পরে তাকে আর কোনদিন দেখিনি আর হয়ত পাবও না.......😔 এবার বলি সেই দিনের সেই ঘটনার কথা, যার সাক্ষী হয়ে রয়েছি আমি আর আমার দুই বন্ধু, 
সদ‍্য বাবা মারা যাওয়াতে মনের অবস্থা একদমই ভালো ছিল না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকতাম, কারন ঘরে গিয়ে টেবিলের ওপরে থাকা বাবার ওই সাদা রজনীগন্ধা ফুলের মালা পড়ানো ছবিটার দিকে চোখ পড়ে গেলেই যেন বুক টা ফেটে যেত, কেঁদে কঁদে প্রচন্ড মাথা ব‍্যথা করত সেইজন‍্য Out of my sight করে সেই প্রীয় মানুষটাকে out of mind করার চেষ্টা করতাম......একদমই পারতাম না তবুও চেষ্টা করতাম কারন আমার কান্না দেখলে আমার মা আর ভাইও কাঁদবে just এইজন‍্যই আরকি, সেইদিনও ঠিক মন টা একটু ভালো করার জন‍্য আমার দুই বন্ধুকে ফোন করলাম.....ভাই একবার আসবি রে, একটু ঘুরতে যাব, তারাও আমার মনের অবস্থার কথা ভেবে চলে এল, তিনজন মিলে আমার বাইকে চড়ে বেড়িয়ে পড়লাম তখন ঘড়ির কাঁটায় সন্ধ‍্যে 6 টা বাজে, হঠাৎ মনে পড়ল যাহ! আজকে তো ঠাকুরকে সন্ধাপূজো দেওয়া হল না ধূপ আর প্রদীপ ও দেখানো হল না, তারপর মনে করলাম বেশ করেছি ধূপ দেখাইনি, আমার বাবা কে কেড়ে নিলি আমার জীবন থেকে, তুই আজ অন্ধাকারেই থাক, এই বলে বাইকের speed আরও বাড়িয়ে দিলাম, অকারনে এদিক ওদিক ঘুরে আড্ডা দিয়ে ঠিক 10 টা নাগাদ রুটি তরকা কিনে ঘরে ফিরলাম, দিয়ে আমার এক বন্ধু সব‍্যসাচীকে বললাম ভাই তুই সামনের দরজাটা খুলে Dining Room এর লাইটা জেলে দিয়ে পেছনের দরজা টা খুলে দে, আমি বাইকটা ততক্ষনে বাগান দিয়ে পেছনের দরজার কাছে নিয়ে যাই, এই বলে ওকে দুটো চাবি দিলাম, এদিকে আজকে আবার রাস্তার লাইট টাও জ্বলছে না, কি জ্বালা রে বাবা এই বলে আমি বাগানের গেট খুলে পেছনের দিকে এগোচ্ছি......আর ও ততক্ষনে সামনের দরজা খুলে দিয়ে অন্ধকার ঘরে এগোচ্ছে......আমি এতক্ষনে পেছনের দরজায় দাঁড়িয়ে আছি তারপর ওকে ডাক দিচ্ছি কই রে খুললি দরজাটা?? ওইদিকে ঘরের ভেতর থেকে আওয়াজ এল হুম হুম খুলছি অন্ধকার যে একটু দাড়া নাহ, এই বলে ও Just Dining room এর আলো টা জ্বেলে দরজার তালা টা খুলে দিয়েছে, আমি আওয়াজ শুনে ওকে একটা Thanks জানিয়ে দরজায় হাত টা যেই না দিয়েছি, ভেতর থেকে একটা বিকট চিৎকার করে সব‍্যসাচি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল......আমি কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ওদিক থেকে ডাক দিল তাড়াতাড়ি চলে আয় ঘরে একদম ঢুকিস না, আমি তরিঘড়ি বাগান দিয়ে বেরিয়ে এসে দেখি ও বাড়ির সামনের মাঠে গিয়ে বসে পড়েছে আর রিতিমত হাফাচ্ছে, আমার আরেক বন্ধু অনিমেষ ওকে জিজ্ঞেস করছে কি হল রে? তুই দৌড়ে এলি কেন? কি হয়েছে খুলে বল আমাদের...... এর ঠিক 2 মিনিট পর ও মুখ খুললো, আর মুখ খুলতেই যা বলল তা শুনে আমরা হতবাক হয়ে গেলাম, ও বলল তোর ঘরে চোর ঢুকে দাঁড়িয়ে আছে, আমি শোনা মাএই হাতে শাবল নিয়ে দৌড়ে গিয়ে গোটা ঘর খাটের তলা সব তন্ন তন্ন করে খুজে কাওকে না পেয়ে ওকে এসে সব জানালাম, এতক্ষন আমার মনে সাহস ছিল কিন্তু এরপর ও যা বলল তা শুনে আমরা তিনজন হতবাক হয়ে গেলাম, ও বলল আমি যেই তোর Dining এর লাইট জাললাম ভেতর ঘরের ঠিক দরজার চৌকাঠে একজন দাঁড়িয়ে ছিল, পরনে ছিল নীল চেক লুঙ্গি আর সাদা স‍্যন্ডো গেন্জি, আমি জিজ্ঞেস করলাম আর মুখ? তখন ও বলল মুখ বলে কিছু ছিলই না আর গলা থেকে নেই শুধু বডি টা দেখলাম, এই না শুনে আমি খুব ভালো করে বুঝে গেলাম ও আমার বাবাকেই দেখেছে, কারন লক্ষীপূজোর দিন বাবা হার্টঅ‍্যটাক করে মারা যায়, আর মৃত‍্যুর সময় বাবার পরনে ছিল Exactly ঐ লুঙ্গি আর গেন্জি, ঠিক এরপরের যে Feelings টা আমার হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবনা, একদিকে ভয় আর অন‍্যদিকে তাকে দেখতে না পাওয়ার দুঃখ দুয়ে মিলেমিশে যেন একাকার.....
আমি দিন আর ঘরে না শুয়ে বন্ধুর বাড়িতে রাত কাটালাম তার পরে সাতদিন ধরে রাতের বেলা অন‍্য এক বন্ধুকে নিয়ে ঘরে শুতাম। আস্তে আস্তে দিন যেতে যেতে সেই ভয় কোথায় যে চলে গেল যানিনা, এখন আর ভয় নেই আমার সমস্ত মন জুড়ে আছে শুধু বাবাকে একটিবার না দেখতে পাবার কষ্ট আর এই আশা, যে, ইশ যদি আমিও একবার দেখতে পেতাম বাবাকে 😔












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments