Header Ads Widget

কাঁচের জানলা

কাঁচের জানলা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







#গল্প: কাঁচের জানলা


ঘরে একটামাত্র জানলা। সেটাও বাইরে থেকে বন্ধ। ছোট্ট মিমির ভালো লাগে না। যদিও জানলার পাল্লাটা কাঁচের। তাই ভেতর থেকে বাইরেটা স্পষ্ট দেখা যায়। ভোরবেলা সূর্যের কিরণ ঘরটাকে নরম গরম আলোতে ভরিয়ে দেয়। সারাদিন সেই আলোতে কত কি খেলে মিমি। জানলায় অনেক পাখি আসে। কত রকমের ডাক ওদের। ওরা ওদের ভাষায় কি যে বলে মিমি অনেক বোঝার চেষ্টা করে। কিন্তু কিছুই বুঝতে পারে না। ছোট্ট মিমি ওদের কাছে এসে জিজ্ঞেস করে,
"তোমরা কি বলছো গো? আমার সাথে গল্প করবে?"
ওমনি পাখিগুলো উড়ে যায়। পাখিগুলো এত ভীতু কেন? কেউ কাছে আসলেই ডানা ঝাপটে উড়ে যায়। মিমি হা করে তাকিয়ে থাকে। বাইরে দেখতে পায় ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে। পিঠে কত বড় বড় ব্যাগ। মিমির তো দেখলেই ভয় করে। এত বই খাতা ওর মতো ছোট মানুষ বইতেই পারবে না। তাছাড়া ওর শরীরটাও তো ভালো নয়। তাইতো ও স্কুলে যেতে পারেনা। মিমির কি যেন একটা অসুখ করেছে! অসুখের নামটা ও মনে রাখতে পারে না। তবে চুপিচুপি বাবাকে একজনকে বলতে শুনেছিল যে ওর নাকি রক্তের সমস্যা আছে। কি জানি! মিমি নিজের হাত পায়ের দিকে তাকিয়ে কোনো রক্ত দেখতে পায়না। যত দিন যাচ্ছে ওর গায়ের রঙ ফর্সা হয়ে যাচ্ছে। মিমির তো বেশ ভালোই লাগে। অথচ মা চোখের জল মোছে। বলে নাকি রক্ত শূন্যতার ফল। মিমি এসব বোঝে না। মা কষ্ট পায় তাই মাকে কিছু জিজ্ঞেস করে না। আসলে মা বাবা কে ও খুব ভালোবাসে।

এমন সময় একটা নীল আর একটা হলুদ প্রজাপতি জানলার কাছে এলো। মিমির মুখটা হাসি হাসি হয়ে উঠলো। প্রজাপতি গুলো ঠিক করতে পারছে না কোথায় বসবে। মিমির হলুদ প্রজাপতিটাকে বেশি পছন্দ হলো। এক সময় দুটো প্রজাপতি চুপটি করে কাঁচের জানলার ওপর বসলো। মিমি ঘরের ভেতর থেকে ঠিক যেখানটায় ওরা বসেছে সেখানটায় হাত রাখলো। ওমনি ওরা সরে গিয়ে অন্য জায়গায় বসলো। মিমি মজা পেয়ে আবার সেখানে হাত রাখলো। এরকম খানিকক্ষণ চলার পর ওরা উড়ে গেল। মিমির মন খারাপ হয়ে গেল। ওরা কেউ ওর সাথে খেলা করে না। আর মিমির তো সেরকম কোনো বন্ধুই নেই। একজন আছে, পাশের বাড়িতে থাকে। ওর নাম মিলু। ওরা একসাথে স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু এখন মিলু একাই স্কুলে যায়। মিলুকে জানলা দিয়ে মাঝে মাঝে দেখে মিমি। এখন খানিকটা লম্বা হয়ে গেছে সে। মিমি অবশ্য একই আছে। ওর উচ্চতা বাড়েনি।মিলুকে জানলা দিয়ে হাত নাড়ায় ও। আগে মিলু জানলার দিকে তাকিয়ে চোখের জল মুছতো বন্ধুর দুঃখে। কিন্তু এখন আর সে তাকায় না ওর জানলার দিকে। মিমির খুব কষ্ট হতো বেরোতে না পারার জন্য। তবে এখন ও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাধ্য হয়েছে। মিমির এখন ঘুম পাচ্ছে। আসলে ওর দুর্বলতার কারণে এখন একটু বেশিই ঘুম পায়।

হঠাৎ আওয়াজে ঘুম ভেঙে গেল। ধুপধাপ আওয়াজ হচ্ছে। ক্রমশ শব্দটা কাছে আসছে ওর। তবে একটা নয়, অনেকগুলো আওয়াজ হচ্ছে একসাথে। এবার মিমি বুঝতে পারলো ওগুলো মানুষের পায়ের শব্দ। উঠে বসলো। ক্যাঁচ করে আওয়াজ হলো ঘরের দরজা খোলার। মিমি দেখলো দুজন অচেনা লোক আর একজন মহিলা ওর ঘরে এলো। এরা ঘরটা ঘুরে ঘুরে দেখছে। এবার মহিলাটি গলা বাড়িয়ে বললো,
"পুপি, ভেতরে এসো মা। দেখো এটা তোমার ঘর হবে। পছন্দ হয়েছে কিনা বলো। "
ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে ঘরে ঢুকলো। কি মিষ্টি দেখতে। মেয়েটা ঘরে এদিক ওদিক তাকিয়ে বলল,
"জানলাটা খুলে দাওনা মা।"
লোক দুটো জানলা খুলে দিল। সঙ্গে সঙ্গে এক ঝলক টাটকা বাতাস এসে ঘরটাকে এলোমেলো করে দিলো। মিমির সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠলো। কতদিন বাদে জানলাটা কেউ খুললো। যবে থেকে বাবা মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেছে কেউ কোনোদিন এই ঘরে ঢোকেনি, এমনকি জনলাটাও খোলেনি। কিন্তু ছোট্ট মিমি যে এই ঘর ছেড়ে যেতে পারেনি সেটা ওরা কেউ বুঝতেই পারেনি। আসলে ওকে তো কেউ দেখতেই পায় না। এমনকি মিলুও না। শুধু পাখিরা, প্রজাপতিরা বোঝে। ওরা বোধহয় আত্মার উপস্থিতি টের পায়। ঠিক তখনই মেয়েটা ওর দিকে তাকিয়ে বলে উঠলো,
"হাই, আমি পুপি। তোমার নাম কি?"
মিমির চোখ চকচক করে উঠলো। ওর প্রতীক্ষার অবসান হলো এতদিনে!

সমাপ্ত।











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments