মৃত্যুর পরে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#মৃত্যুর পরে
আমার প্রথম পোস্ট কম বেশি সবাই পড়েছেন দেখে পরবর্তী অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহী হলাম। প্রথমেই বলি আমার লেখনি বড্ড কাচা। গুছিয়ে লিখতে পারিনা।পাঠকগণ নিজ গুনে ভুল ত্রুটি মার্জনা করবেন আশা রাখি। এখানে আমার যা কিছু লেখালেখি থাকবে সবটাই আমার জীবনের অভিজ্ঞতা।পড়লে বুঝবেন একটা মানুষ এক জীবনে কত রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হতে পারে।
বাবা মা জীবনকালে যেভাবে পাশে থাকেন ঠিক সেভাবেই মৃত্যু পরবর্তী জীবনেও পাশে থাকেন তার প্রমান আমি আজও পেয়ে চলেছি। সময় টা 2013 র জানুয়ারি মাস। বাবা মারা গেলেন হার্টের সমস্যায় ভুগে। সেই সদ্য আমি 18বছরে পা দিয়েছি। একমাত্র সন্তান হওয়ায় কান্না ভুলে মাকে জড়িয়ে ধরলাম। বটগাছ বিহীন জীবন শুরু হল আমাদের।
শ্বশান কার্য সমাধা করে বাড়ী ফিরলাম। সে রাতে সবার সাথেই শুলাম।সেবার যেন ঠান্ডা ছিল অন্যান্য বারের থেকেও বেশি। যাইহোক তা যতবার বাথরুম যাচ্ছি, বা রান্নাঘর এ টের পাচ্ছি আমার সাথে সাথে একটা হাওয়া চলেছে। কাউকে কিছু বললাম না। পরদিন রাতে বাবার ঘরে একা শুলাম।ঠিক পিছন ফিরলেই মনে হচ্ছিল কেউ বসে আছে।
ঠিক ছয় দিনের মাথায় মা শোক সামলাতে না পেরে হার্ট অ্যাটাক হল। কোনো ওষুধ এ সারা দিচ্ছিল না।ডক্টর বললেন মিরাকেল ছাড়া উনি বাচবেন না। চোখের সামনে নিজেকে অনাথ হতে দেখছিলাম। মামা রা আমাকে রাতে বাড়িতে নিয়ে এল। তিনদিন এও যখন মায়ের সারা নেই বাবার উদ্যেশে বললাম আমাকে অনাথ করে দিওনা। হঠাৎ সেই হাওয়া অনুভব হল। ঠিক তার পর হসপিটাল থেকে ফোন এল মা সারা দিচ্ছে।
অসুস্হ থাকায় বাবা জ্যান্ত মাছের হালকা ঝোল খুব পছন্দ করতেন। শ্রাদ্ধশান্তির দিন পুজাপাঠ হওয়ার সময় এক বৃদ্ধ সাহায্য চাইতে এলেন। আমি বললাম দাড়ান আমি কিছু নিয়ে আসি। পিছন ফিরতেই বলে উঠলেন দিবিই যদি তবে একটু জ্যান্ত মাছের ঝোল দিস। গায়ে কাঁটা দিয়ে উঠলো। তাকিয়ে দেখি কেউ নেই।
ই দিন রাতে আমার মাসি আর মামা থেকে গেছিল।মামা বাবার বিছানায় শুলো। মাসি ছেলেকে নিয়ে আমি মা দিদুন নিচে শুলাম। রাতে মাসি বাবার একটা কম্বল নিয়েছিল। যতবার গায়ে দিচ্ছে ততবার কেউ টেনে নামিয়ে নিচ্ছে। আমরা প্রত্যেকে এই ঘটনার সাখী হলাম। বিশ্বাস হচ্ছিল না। পরদিন দেখা গেল মামার বা হাতের আংটি ডানহাতে আর ডানহাতের আংটি বা হাতে।
মামার আংটি বদলের পর সেভাবে চোখে পরার মতো কিছু না ঘটলেও মা প্রতিদিন স্বপ্ন পেতে লাগলেন। সেখানে বাবা আগের মতো সুপুরুষ রোগ বালাই নেই। তবে কোমর অবধি দেখা যায়। শুধু ঘুরে বেড়াতেন ঘরে। আর কিছু নয়।
বাবার নতুন নোটের বান্ডিল জমানোর নেশা ছিল। মা বললেন দশ টাকার নোট জমিয়ে কি লাভ এগুলো খরচ করা যাক। সেই মতো করাও হল। সেরাতে মা স্বপ্ন পেলেন বাবা বলছেন আমার নতুন নোট গুলো রাখলেনা??খরচ করতেই হল? সেই দিন উনি মায়া ছাড়তে পারেন নি। অনেকবার পুজো পাঠ করানো হলেও উপস্থিতি টের পাই বাড়ি গেলে আজও। মা জীবিত থাকাকালীন গয়ায় পিন্ডদান নাকি সম্ভব নয় তাই সেটা করা হয়নি।
এরপর বিয়ের জন্য একাধিক সম্বন্ধ আসছিল। কিন্তু আমি চাইছিলাম না। আর প্রতিবার কেউ দেখতে আসার কথা বললেই আমি অসুস্হ হয়ে পড়ছিলাম। আমার বর যেবার দেখতে এল বাবার ঘর এক অদ্ভুত সুগন্ধে ভরে থাকলো। আমার দিদুন বলল বাবা আশীর্বাদ করছে তোর ভালো হবে।
যাই হোক আমার ছোট পিসি মুর্শীদাবাদ থাকেন তো আমাাকে আইবুড়ো ভাতের জন্য যেতে বললেন। যাওয়ার দিন ভোর স্বপ্ন দেখলাম বাবা বলছেন যাসনা মনা। মা কে কিছু জানালাম না বেড়িয়ে পড়লাম। বহরমপুর পৌছে ওখান থেকে বাসে করে কান্দি যেতে হয়। তো আমি আগে এক দিদির বাড়ি যাব বললাম। পলসন্ডা। বোঝেনা সে বোঝেনা সিনেমার অ্যাক্সিডেন্ট সৌজন্যে সবার চেনা হয়ে গেছে। ঠিক ঐ খানেই আমাদের বাস আর একটা লরি মুখোমুখি হল। কয়েক মিনিট লাগলো কি হল বুঝতে। আমার মাথায় জানলা ভেঙে পড়েছিল। দুই ড্রাইভার স্পট ডেড। লরির খালাসি আমাদের চোখের সামনে কঁাচ গলায় বিধে মারা গেল। আমরা গুরুতর জখম। বুঝলাম বাবা সাবধান করে ছিলেন।
বিয়ের পরদিন বাবার ফটোর সামনে দাড়িয়ে কাদতে কাদতে চললাম নতুন বাড়ি। সেরাতে বাবাকে দেখলাম বললেন তোর কোলেই আসব মনা। সবুর করিস শুধু। যখন জানলাম মা হতে চলেছি ভাবলাম মুক্তি হয়েছে বাবার। কিন্তু আমার ডেলিভারির আগের দিন মা স্বপ্ন দেখলেন বাবা কোয়াটার এ এসেছেন। মা বললেন তুমি এখানে?? বাবা বললেন মেয়ের সব কিছু ঠিকঠাক হলে চলে যাব। জামাই আবার মা পাবে। আমার অত কমপ্লিক্যাশন থাকা সত্বেও নর্মাল ডেলিভারিতে মেয়ে হল। এই মেয়ে আমার শাশুড়ী মায়ের পুনজন্ম। সে প্রমান আমরা সকলে পেয়েছি। সে ঘটনা শোনাবো আরেকদিন।
কিছুদিন আগে আবার দেখলাম বাবাকে তবে সে 17 -18 বছরের যুবক। আবার বললেন তোর ঘরেই আসব দেখিস।
আজও কারোর বিপদ থাকলে বাবা স্বপ্নে আসেন। সাবধান করেন।আমার বর ও অনেক রকম আদেশ পেয়েছে। তাতে আমাদের ভালোই হয়েছে। কোনো ব্যাখ্যা নেই এর। আজকের যুগে বিশ্বাস করা কঠিন তবে মঙ্গলময় অলৌলিক বোধহয় মেনে নেওয়াই যায়।।
আমার লেখা কেমন লাগছে জানাবেন। আপনাদের ভালো লাগলে তবে জীবনের অন্যান্য ঘটনাবলী শেয়ার করব।
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments