মৃত্যুর ওপারে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#মৃত্যুরওপারে
#গল্প
রাত তিনটে অসহ্য গুমোট লাগছে...! প্রত্যেক রাত্রে এই সময়ে ঘুম ভেঙ্গে যাচ্ছে তমনিশের । যবে থেকে সোমলতা পৃথিবী ছেড়েছে।
মাত্র দু বছর হয়েছিল বিয়ে হয়ে, যখন জীবন সবে সাজাচ্ছে সাত রঙের ক্যানভাস ঠিক তখনই নেমে এলো ওদের জীবনে কালো অমানিশা ।সোমলতা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আকস্মিক চলে গেল তমনিশের জীবন থেকে !
ওদের দুজনের সাথে পরিচয় হয়েছিল রাস্তাতেই , যবনিকা পতন ও ওই রাস্তাতেই । সেদিন প্রচন্ড বৃষ্টি সোমলতা বাড়ি থেকে বেরিয়েছিল যখন , তখন খটখটে রোদ, ছাতা নেবে নেবে করেও শেষ মুহূর্তে ভুলে গিয়েছিল। বেরোনোর কিছুক্ষণের মধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামলো । নিজের মাথা বাঁচাতে বাস স্ট্যান্ডে আশ্রয় নিয়েছিল। এই বৃষ্টির দিনগুলোতে জ্যাম জট আরো বেড়ে যায় , ভিড়ে ঠাসাঠাসি বাসগুলো , অটো গুলো হুশ হুশ করে বেরিয়ে যাচ্ছিল চোখের ওপরে একের পর এক, ওদিকে দেরিও হয়ে যাচ্ছিল অফিসে যেতে । পরের বাস টাও ধরতে না পারলে সত্যি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, ভেবে বাস আসতে দেখে রাস্তার ওপর আরেকটু এগিয়ে এলো। সামনে এসে দাঁড়াতেই উঠে পড়ল কিন্তু বাঁধ সাধলো প্রচন্ড ভীড় ! বাসের নিচের পাদানিতে কোনরকমে পা দিয়ে উঠে পড়লেও বাস চলতে শুরু করলে টাল সামলাতে না পেরে পরে গেল রাস্তায় হুমড়ি খেয়ে আর বাস টা গায়ের ওপর দিয়ে চলে গেল। মুহূর্তে রাজপথ রক্তাক্ত হয়ে উঠল আর সোমলতা নিথর!শেষ হয়ে গেল ওদের দেখা স্বপ্নগুলো। চোখের সামনে মুহূর্তে নেমে এলো অন্ধকার । রাস্তার সবাই দৌড়ে এসে ভীড় জমালো, থানায় খবর দেওয়া হল অ্যাম্বুলেন্স এলো খবর গেল তমনিশের কাছেও। মাথায় আকাশ ভেঙ্গে পড়ল । এত প্রানবন্ত একটা মানুষ আজ নিথর ...!! আর কোনোদিনও "তমো " বলে ডাকবে না ওর সোমু! হ্যাঁ দুজনের কাছে এই নামেই পরিচিত ছিল দুজনে।
ওদের প্রথম দেখার দিনটা আজও ভীষণ মনে পরে তমনিশের । অপ্রত্যাশিত ভাবেই পরিচয় হয়েছিল দুজনের । দুজনের গন্তব্য দুই মেরু একজন দক্ষিণ কোলকাতা অপরজন উত্তর কোলকাতার বাসিন্দা কিন্তু সেদিন তমনিশ একটা কাজে দক্ষিণ কোলকাতায় এসেছিল সেদিনও আকাশভাঙা বৃষ্টি নেমেছিল আচমকাই , মেঘলা বরিষণে সেদিন দু চোখের আলাপন এঁকেছিল প্রেমের জলছবি মনের পাতায়।বাসের জন্য সোমলতা ও দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে দৌঁড়ে ঢুকতে গিয়েই দেখা হয়েছিল সেই দেখা প্রেমে গড়িয়েছিল সময়ের স্রোতে ভেসে তারপর সিঁদুরে গাঁটছড়ায় আর মন্ত্র উচ্চারণে দুজনের ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল।
সবে একটু একটু করে সত্যি হচ্ছিল একসাথে দেখা স্বপ্নগুলো। হঠাৎই থমকে গেল সবকিছু ! সোমলতা ছেড়ে চলে গেল আর তমনিশের জীবন থেমে গেল। ভেঙে গেল সমস্ত দেখা স্বপ্নগুলো।
আজকাল ঘুম আসে না , ভীষণ একলা লাগে তমনিশের
দম বন্ধ হয়ে আসে ।আর ক 'দিন ধরে তো ঘুম আসলেও ঠিক রাত তিনটে তে ভেঙ্গে যাচ্ছে। বারান্দায় এসে দাঁড়ালো তমনিশ । আজকাল সোমলতার গায়ের গন্ধটা ভীষণভাবে পায়। সারাদিন ওর সোমুর চিন্তায় ডুবে থাকে আজ প্রায় মাস দুয়েক হতে চলল। অফিসেও ইস্তফা দিয়ে দিয়েছে । সারাদিন ঘরের মধ্যে স্মৃতি আঁকড়ে বেঁচে আছে ! সারাদিন একটাই প্রশ্ন "কেনো সোমু এত তাড়াতাড়ি চলে যাওয়া কি খুব দরকার ছিল আমাকে এতটা একা করে দিয়ে!তোমার একবারও মনে হলো না তোমায় ছেড়ে আমি কিভাবে বাঁচবো তুমি কেমন আছো সোমু আমায় ছেড়ে! আমাকেও তোমার সাথে নিয়ে চলো তোমার ছেড়ে থাকা যে কি কষ্টকর!" হঠাৎ খুট করে একটা আওয়াজে চমক ভাঙ্গল তমনিশের! ঘরে ঢুকলো চোখ গেল খাটের পাশের টেবিলটায় । সোমলতা আর ওর ফটো স্ট্যান্ড টা উপুড় হয়ে পড়ে আছে , তুলে বুকে জড়িয়ে কেঁদে উঠল ।
" তমো"
"কে?" বুকের ভেতরটা ছ্যাৎ করে উঠল।মনে হলো সোমলতা !
" তমো"
" কে , কে? তুমি এসেছ সোমু"
"তোমায় ছেড়ে যে যেতে পারলাম না তমো , তোমায় ছেড়ে কি আমি থাকতে পারি ? "
"তুমি কোথায় ? আমি তোমায় দেখতে চাই , ছুঁতে চাই!"
"সে তো আর হবার নয়!"
"কেন হওয়ার না ! তুমি কি জানো না, তুমি ছাড়া আমার ঘুম আসে না , রাত্রি হয় কিন্তু কি বিষাক্ত সেই রাত্রি তুমি ছাড়া !!! "
"জানি তাইতো তোমার কাছে ফিরে এলাম আবার মৃত্যুর পরেও !"
"আমায় ও নিয়ে চলো তোমার সাথে "
"সে সময় যে এখনও যে আসেনি ! তবে আমি রোজ আসবো তোমার কাছে , তোমার কোনো আপত্তি নেই তো! "
"আপত্তি! তুমি জানো না কি তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে আছি !"
"এবার যে আমায় যেতে হবে ,ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই!"
"কথা দাও রোজ আসবে "
"কথা দিলাম , এখন একটু ঘুমাও "
এখন তমনিশের মন খারাপের মেঘ অনেকটা কেটে গেছে । সোমলতা রোজ আসে , সারা রাত ধরে দুজনে গল্প করে ! কায়ার সাথে ছায়ার ভালবাসার সাক্ষী থাকে নিকষ কালো রাত্রি!আর তারাদের উপস্থিতি স্বপ্ন সাজায় নির্ঘুম চোখের পাতা জুড়ে । দিনে দিনে মন গভীরে খুশির ঝিলিক খেললেও শরীর ভেঙ্গে পড়ছিল আসতে আসতে।যে চোখে স্বপ্ন সাজিয়েছিল ভালোবাসার সেই চোখের তলায় নেমেছে কালির আঁধার ,রুগ্ন লাগে আজকাল , ক্লান্ত লাগে! তবু রাত জেগে অপেক্ষা করে সোমলতার । সোমলতা আসে , রোজ আসে!
"কবে, কবে সোমু ? তোমায় আবার নিজের করে পাবো , কবে তোমায় ছুঁতে পারবো ? তোমার বুকে মাথা গুঁজে একটু শান্তি পাবো , কবে আবার তোমায় জড়িয়ে তোমার গন্ধ নেবো ! কবে কবে ?"
নীরব থাকে সোমলতা ! নিরাকার !শুধু দীর্ঘশ্বাস ঘুরে ঘুরে ফেরে ঘরের দেওয়াল গুলোতে।
মাস কাটে , বছর কাটে দিন দিন তমনিশ বিছানার সাথে লেগে যেতে থাকে । শুধু রান্নার লোক এসে রান্না টুকু করে দিয়ে যায়। সেও অনেকবার বলেছে ডক্টর দেখাতে নাহ্ তমনিশ শোনে না ! সারাদিন ধরে রাতের অপেক্ষায় কাটে! মা বাবা কে অনেক আগেই হারিয়েছিল , আত্মীয় স্বজন বলতে তেমন কেউ ছিল না দূর সম্পর্কের এক পিসি আছে সেও অনেক দূরে থাকে ।এক্কেবারে একলা! কিন্তু সোমলতা জীবনে আসার পর থেকে সব না পাওয়া গুলো কানায় কানায় ভরে উঠেছিল, স্বপ্ন গুলোতে তখন সবে মাত্র বসন্তের রং ধরেছিল কিন্তু সোমলতা চলে যাওয়ার পর আর কেউ রইল না তমনিশের জীবনে। খন্ড খন্ড হয়ে ভেঙ্গে পড়েছিল স্বপ্ন গুলো।ওর জীবনে এমনভাবে জড়িয়ে ছিল সোমলতা নিজেকে কোনোদিন সোমলতা ছাড়া ভাবতে পারতো না !
অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ! এক সকালে রান্নার লোক বিপিন বাবু এসে দেখলেন তমনিশ ইহোলোকের মায়া কাটিয়ে চলে গেছে অনন্তলোকে! মৃত্যুর পর কি দুজনের সাথে সাক্ষাৎ হয়েছিল? সে প্রশ্ন অধরাই ! .....
অপূর্ণ প্রেম পূর্ণতা পাক মৃত্যুর ওপারে,
লেগে থাক ভালোবাসা মন গভীরের অন্তঃপুরে,
ফিরে ফিরে আসুক প্রেম ,পুনর্মিলন হোক
পরে থাকা স্মৃতির ক্যানভাসে ।।
সমাপ্ত.......
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments