Header Ads Widget

স্ত্রৈণ

স্ত্রৈণ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)





#গল্প
    #স্ত্রৈণ 
   

                       -

       ভোরে ঘুম ভেঙে গেলো অমরেশের। সূর্যের নরম আলো তখন সবে জানলা দিয়ে ঢুকছে। পাশে পারমিতা অঘোরে ঘুমোচ্ছে। এমনিতে পারমিতাই ওঠে আগে। আজ কিন্তু অমরেশ উঠেই পড়লো। অনেকদিন ও ভোরবেলার রূপ দেখে নি। শরীরটাই বাধা। নিজের হাতে অনেক গাছ লাগিয়েছে অমরেশ। এখন সে সব গাছ বড়ো হয়ে গিয়েছে। ছেলে খুব একটা সময় পায় না। তবে যখনই সুযোগ পায়- বাগানের দেখভাল করে। প্রচুর পাখি আসে। তাদের ডাকে ভোরের বাগান ভরে গিয়েছে। একটু করে হাঁটে অমরেশ, আর কিছুক্ষণ দাঁড়িয়ে নিঃশ্বাস নেয়। বয়স তো কম হলো না। পঁচাশি পেরিয়ে গিয়েছে। বকুলতলার বেদীতে গিয়ে বসে। ভাবে, আর কটাদিন বাঁচবে। অনেকরকমের অসুখ। কষ্ট হয়। তবু, পারমিতাকে ছেড়ে ও যেতে পারবে না। ওদের বংশে বৌকে ভালবাসলে তাকে বলে স্ত্রৈণ। ওর দাদা অজিতেশ যখন পাড়ার রাস্তা দিয়ে বৌদির সঙ্গে একসাথে কোথাও যেতো তখন বেশ কিছুটা এগিয়ে হাঁটতো। কিছুতেই একসঙ্গে হাঁটতো না, পাছে পাড়ার লোকে দেখে ফেলে। অমরেশের বাপ-ঠাকুর্দাও ছিলো একেবারে পুরুষতান্ত্রিক সমাজের যথার্থ প্রতিনিধি। বৌদের শাসন করতেই অভ্যস্ত ছিলো। সেই বংশের ছেলে অমরেশ পারমিতার প্রেমে একেবারেই গদগদ। এমন কি শ্বশুর বাড়িতে গিয়ে কয়েকদিন থেকেও এসেছে মেয়ের জন্মের সময়। দাদু বাবাকে বলেছিলো," ছেলেটাকে মানুষ করতে পারলি না। একেবারেই বৌয়ের ভেড়া হয়ে গিয়েছে।" বাবাও সেকথা অস্বীকার করতে পারে নি। যদিও ঠাম্মা ওকে চুপিচুপি বলেছিলো, " তুইই এ বংশের সত্যিকারের পুরুষ। আমরা তো ভালবাসা কাকে বলে তা জানতেই পারলাম না।" পারমিতাও একটু প্রতিবাদী চরিত্র বলে, ওকে খুব একটা ঘাঁটাতো না কেউ। শেষের দিকে দাদুও বৌমাকে পছন্দই করতো। " দাদু, আমি আসছি।" অমরেশ পিছনে দেখে নাতি অর্ক ছুটে ছুটে আসছে। ছেলে মেয়ের জন্মের পাঁচ বছর পরে জন্মেছে। তাই ওর বিয়ে খুব বেশী দিন হয় নি। বৌমাও শ্বশুরকে খুব পছন্দ করে। আর, অমরেশ তো নাতিঅন্ত প্রাণ। মেয়ের মেয়ে রিয়াও অবশ্য দাদুকে পেলে সবই ভুলে যায়। " আমার ঘুম ভেঙে গিয়েছিলো। তোমাকে জানলা দিয়ে দেখেই ছুটে এলাম। " অমরেশ জড়িয়ে ধরে অর্ককে। " দাদু, মা বলেছে আজ ভূত চতুর্দশী। তোমার কাছে ভূতের গল্প শুনবো। " " ঠিক আছে, সন্ধেবেলায় বলবো ভাই। " দাদুর কথা শুনে হাততালি দিয়ে ওঠে অর্ক। বলে," কি মজা হবে!" 

     সন্ধেবেলায় বৌমা আর শাশুড়ী মিলে চোদ্দটা প্রদীপ জ্বালালো। বাড়ি অন্ধকার করে দিয়ে অমরেশ এই সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অর্ক হাঁ করে দেখতে দেখতে বললো," দাদু, এবার গল্প বলো।" অমরেশ ছোটবেলায় ঠাম্মার বলা গল্পগুলো শোনায় অর্ককে। পুরনো দিনের স্মৃতি যেন ভাসিয়ে নিয়ে যায় অমরেশকে। ওর মনে পড়ে যায় সবকিছু। আগামীকাল কালীপুজো। কারা যেন আজ থেকেই আতশবাজি জ্বালাচ্ছে। আকাশে উড়ে আগুনের গোলা মালা হয়ে ঝরে ঝরে পড়ছিলো। সেদিকে তাকিয়ে পারমিতা ভাবছিলো, প্রথম যখন এ বাড়িতে এসেছিলো তখন অমরেশ কতো বাজি নিয়ে এসে জ্বালিয়েছিলো। কাল অমরেশের জন্মদিন। পায়েস রাঁধতে হবে। অর্ক সন্ধেবেলায় কিছুক্ষণ পড়াশুনা করেই দাদুর ঘরে চলে আসে বাজি দেখাতে। ওর বাবা প্রচুর বাজি কিনে নিয়ে এসেছে। রাতে পায়েস মুখে দিয়ে অমরেশ ভাবে,আরো একবছর বয়স বেড়ে গেলো। মাঝরাতে ঘুম ভেঙে যায় অমরেশের। পারমিতা ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর হাতটা সাবধানে সরায় অমরেশ। একবার বাথরুমে যেতে হবে। কি ভেবে দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ায় ও। আর গিয়েই চমকে যায়৷ মেরুদন্ড বেয়ে বয়ে যায় বরফের স্রোত। ইজিচেয়ারে বসে কেউ একটা খবরের কাগজ পড়ছে। কাগজ সরিয়ে ওর দিকে তাকাতেই মুখটা চিনতে অসুবিধে হয় না। দাদু! ইজিচেয়ারের সামনের টেবিলটায় কে যেন একটা দুধের গ্লাস রাখলো। ওর দিকে তাকিয়ে হাসলো। আরে ঠাম্মা না? মা, বাবা, দাদা-সবাইই যে রয়েছে। ব্যাপারটা বুঝতে পারে না অমরেশ। দাদা হেসে বলে," যাক, তুই প্রাপ্তবয়স্ক হয়েছিস! আজ থেকে আমাদের সঙ্গেই থাকবি।" প্রথমে ভয় পেলেও এখন আর ভয় নেই অমরেশের। কিন্তু, দাদার কথা শুনে একটু ঘাবড়েই গেলো অমরেশ। পারমিতার মুখটা মনে পড়ে গেলো ওর। বললো," পারমিতাকে ছেড়ে আমি কোথাও যাবো না। " সবাই খিলখিল করে হাসতে লাগলো। দাদু বললো," গর্দভটা এখনো স্ত্রৈণই রয়ে গিয়েছে।" অমরেশ সোজা ঘরে ঢুকে গেলো। কে যেন ওকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে অমরেশ বুঝতে পারে ও ঘুমোচ্ছিলো। পারমিতা বলে, " ঘুমের ঘোরে তুমি আমার নাম ধরে চেঁচাচ্ছিলে কেন?" অমরেশ পারমিতার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর দুচোখ দিয়ে জল ঝরে পড়ে। না, পারমিতাকে ছেড়ে ও কোথাও যাবে না।













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments