গোপাল Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গোপাল
সেই যে গতকাল থেকে মুষলধারায় বৃষ্টি নেমেছে, থামবার আর জো নেই | খবরের কাগজে অবশ্য কয়েকদিন ধরেই বলে আসছিলো নিম্নচাপ আসছে, কিন্তু এরকম জোরালো, অবিরাম, অবিরত বৃষ্টির ধারা কখনো কল্পনা করা যায় নি | এক বছর হলো বর্ধমানের এই আধা শহরে বিয়ে হয়ে আসবার পর এই রকম বৃষ্টি ? না, কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না |
আমাদের এই দোতলা বাড়ির ওপরে দুটো ঘর হলেও নীচে একটা দোকান ঘর রয়েছে আর একটা বড়সড় ঠাকুর ঘর রয়েছে | অনেক বছর ধরে এখানে গোপালের পুজো হয়ে আসছে | জন্মাষ্টমীর পুজো এখানে বেশ বিখ্যাত, প্রচুর লোকসমাগম হয়ে থাকে |
এমনিতেই রাত দশটা বাজলেই কেমন যেন নিঝুম হয়ে যায় এখানকার রাস্তাঘাট | দোকানের কর্মচারী শিবরাম পৌনে দশটা হলেই তালা বন্ধ করে প্রতিদিন বেরিয়ে যায় | বৃষ্টির জন্য আজ অবশ্য একটু আগেই চঞ্চলকে চাবি দিয়ে ও বাড়ি চলে গেছে |
এখন প্রায় রাত দুটো, চঞ্চল বেশ কিছুক্ষন আগে ঘুমিয়ে পড়েছে | আমার ঘুম জানি না কেন এখনো আসেনি | এখন প্রায় এরকম হচ্ছে | সামনের জানালা দিয়ে রাস্তার ল্যাম্পের আলোটা মুখে এসে পড়াতে বেশ অসুবিধা হয় | জানালার পর্দাটা মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় উড়ছে, কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে, ইশারায় আমাকে কি যেন বলতে চাইছে | জানালাটা আমার বিছানা থেকে বেশ খানিকটা দূর হলেও ছায়ামূর্তিটা খুব ধীরে ধীরে এবার আমার কাছেই আসছে | আমি চুপ করে ডান হাতটা বাড়িয়ে চঞ্চলকে ছুঁতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না | ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিছুক্ষন পর চোখ খুলতেই দেখলাম কেউ নেই | খাটে উঠে বসলাম, টেবিল ল্যাম্পটা জ্বেলে চারিদিক দেখতে লাগলাম, কিন্তু কারোর উপস্থিতি চোখে পড়লো না | অদ্ভুত ব্যাপার, জানিনা, জীবনেও কোনোদিনও এই অভিজ্ঞতা আমার হয় নি |
যা দেখেছি সব কিছুই আমার চোখের ভুল, এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে কখন যে আবার ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই ! হঠাৎ কপালে একটা ঠান্ডা হাতের পরশ পেতে ঘুমটা ভেঙে গেলো | চমকে গেলাম, অন্ধকার ঘরটাতে চঞ্চলের নাক ডাকার আওয়াজটাই ভেসে আসছে | কিন্তু মনে হলো, কেউ যেন আমার মাথার খুব কাছে বসে রয়েছে | জোরে কিছুটা ভয়ের স্বরেই "কে ?" বলে চিৎকার করে উঠলাম | আমাদের টিনের ছাদে জোরে বৃষ্টি পড়ার আওয়াজে জানি না কতটা শোনা গেলো, কিন্তু এখন মনে হলো যেন যিনি ছিলেন, তিনি আর এইমুহূর্তে কাছে নেই !
চোখ বন্ধ করে আবার যে কখন শুয়ে পড়েছি তার খেয়াল নেই | তখন ভোর হতে খুব একটা বেশি দেরি নেই, কিন্তু নিম্নচাপের বৃষ্টিতে মনে হয় না আলো সেভাবে ফুটবে, একটু বাদে ঘুমটা আবার ভেঙে গেলো | এবার ঘরে স্পষ্ট কারোর হেঁটে চলার আওয়াজ পাচ্ছিলাম, উঠে বসতেই দূরে দেখতে পেলাম আবছা আলোতে আমার শাশুড়ি মাকে | মাস ছয়েক হলো যিনি ইহলোক ত্যাগ করেছেন |
দুটো হাতে আমাদের ঠাকুর ঘরের গোপালের মূর্তিটা নিয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন | আমি ওনাকে মা বলে ডাকতে যাবো, উনি কোথায় যেন উধাও হয়ে গেলেন | একটা রাত্রে তিন তিনবার আমি অদ্ভুত রকমের ঘটনার সাক্ষী হয়ে ভীষণ হতচকিত হয়ে গেলাম | আধঘন্টা চুপ করে শুয়ে থাকলেও আর চোখে ঘুম এলো না |
এরপর বাইরে গিয়ে দেখলাম আমাদের সামনের রাস্তা জলে ভর্তি হয়ে প্রায় উঠোন অবধি চলে এসেছে | আর বৃষ্টির দাপট যে ভাবে বেড়ে চলেছে একতলাটা ডুবে যেতে খুব একটা সময় নেবে না | দোকানঘরটা ডুবে যাবে, ঠাকুরঘরটা ডুবে যাবার কথা মনে পড়তেই তাড়াতাড়ি করে নীচে নেমে এলাম | আশ্চর্য, তালা খুলে দেখলাম আমাদের গোপালটা তো ওখানে নেই ! অদ্ভুত ব্যাপার, দৌড়ে গিয়ে চঞ্চলকে ডাকতে যাবো এই ভেবে ওপরে যেতে চোখে পড়লো আমাদের সামনের ঘরটাতে গোপালটা রাখা আছে !
এ কি ? এখানে এলো কি করে ? কাল সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিয়ে এসেছি তখনও দেখে এসেছি গোপালটা রাখা রয়েছে ! কাল রাতে একটার পর একটা ঘটনা আমার মনে লাইন দিয়ে আসতে শুরু করে দিলো ! মনে হলো যেন, আমার শাশুড়ি মায়ের স্থাপিত করা এই মূর্তি এই দুর্যোগে উনি ওপরের ঘরে রেখে দিতে নিজেই এসেছিলেন ! গোপালটাকে হাতে ধরে জানালার দিকে তাকাতে নজর এলো বৃষ্টির ঝাপ্টা জানালা ভেদ করে ঘরে চলে আসছে |
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments