Header Ads Widget

সীমার খোঁজে

সীমার খোঁজে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)









সীমার খোঁজে..

সকালটা বেশ চনমনে ছিল। রিয়া আর তার বান্ধবী পড়তে যাচ্ছিল, তখন প্রায় সকাল দশটা। পড়া শেষে বাড়ি ফিরতে ফিরতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে।

ফেরার পথে রিয়া আর তার বান্ধবী তাদের সমবয়সী এক যুবতীকে দেখতে পেল। সেই যুবতীর চেহারা সাজপোশাক একটু অন‍্যরকম, অবাক করার মতন। চুলটা লম্বা বেশ, খোলা চুল, পরনে একটা হলুদ কূর্তি, ঠোঁটের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, হাতে পায়ে বেশ লম্বা লম্বা সুন্দর নখগুলো, গায়ের রঙ ফর্সা, চোখের কাজলটা লেপটে গেছে, দেখতে সুন্দর।

যুবতী রিয়াদের দেখতে পেয়ে হঠাৎ বলল- আমি এই শহরে নতুন, পথ হারিয়ে ফেলেছি, আমার নাম সীমা, আমাকে একটু সাহায্য করবে গো?
রিয়া আর তার বান্ধবী মৌলি সীমার কথা শুনে সীমাকে বলল, তুমি আগে এখানে বসো, এই নাও জল খাও, এবার বলো এখানে এলে কি করে তুমি?


সীমা বলল, "আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি কাল রাতে চোখ খুলেই দেখি পাশ দিয়ে একটা রেলগাড়ি চলে গেল, রেল লাইনের ধারে কিছু ছেলে হইচই করতে করতে ফিরে যাচ্ছিল, আমি তাদের চিনতে পারলাম, তাদের ডাকলাম কিন্তু তারা আমার ডাক না শুনে চলে গেল। আমাকে একটু সাহায্য করবে গো?"


রিয়া বলল, আমি রিয়া আর এ আমার বান্ধবী মৌলি। আমরা টিউশন থেকে বাড়ি ফিরছি। তুমি এক কাজ করো আমাদের সঙ্গে আমাদের বাড়ি চলো, তার পরেই ব‍্যবস্থা নিচ্ছি আমরা সবাই।


সীমা রাজি হল না। সীমা বলল, তোমরা এখন বাড়ি ফিরে যাও, সন্ধ‍্যে ঠিক সাতটায় আমরা এখানে দেখা করব। রিয়া বলল, তুমি এখন এই অজানা শহরে কোথায় ঘুরে বেড়াবে?
সীমা নিজের মনে মনে বলল "ছেলেগুলোকে খুঁজছি"


মৌলি- কিছু বললে সীমা?
সীমা - না না কিছু বলিনি। তোমরা মনে করে সাতটার সময় এই জায়গায় চলে এসো
রিয়া- বেশ তবে তাই হোক।
মৌলি - তাহলে আমরা আসছি সীমা, কোনরকম অসুবিধা হলে রাস্তার ধারে ঐ দোকানটার কাছে চুপ করে বসবে।
সীমা - ঠিক আছে।


রিয়া আর মৌলি বাড়ি ফিরে গেল। বাড়ি এসে তারা দুজনেই বেশ চিন্তিত ছিল, সেদিন দুপুরটা মৌলি রিয়ার বাড়িতেই থেকে গেল। তারা বাড়িতে কিছু জানালো না। পড়তে যাওয়ার অজুহাতে তারা সন্ধ‍্যায় বেরিয়ে পড়ল, ঘড়িতে তখন সাতটা। জায়গাটা

খানিকটা মফঃস্বল, তাই সাততাড়াতাড়ি অনেক দোকান পাঠ বন্ধ হয়ে যায়। রাস্তাও আস্তে আস্তে নির্জন হতে শুরু করেছে। তিনটে ল‍্যাম্প পোস্টের আলো জ্বলছে রাস্তার ধারে।

সীমার তখনও দেখা নেই, মৌলি রিয়াকে জিজ্ঞেস করল - কিরে এই মেয়ের পাত্তা নেই তো।
পেছন থেকে একটা মৃদু শব্দে বলে উঠল- রিয়া, মৌলি তোমরা এসে পড়েছো?
রিয়া একটু ভয় পেল।
মৌলি বলল- হ‍্যাঁ এই এলাম। কিন্তু এরকম ভাবে আচমকা কেউ ডাকে? রিয়া ভয় পেয়ে গেছিল তো
সীমা- আচ্ছা সরি


তারা আরও কথাবার্তার মধ্যে মিশে গেল, হঠাৎ মৌলির পার্সটা নিচে পড়ে যায়, মৌলি সেটা কুড়িয়ে তুলতে গিয়ে দেখল সেখানে উপস্থিত তাদের তিনজনের মধ্যে একজনের ছায়া অনুপস্থিত।

মৌলি পার্সটা কুড়িয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে দেখল সীমার ছায়া অনুপস্থিত। মৌলির মুখে শব্দ নেই, চোখ গুলো বড় বড় হয়ে গেল, যেন পাথর হয়ে গেছে সে।
রিয়া- কিরে ভূত দেখলি নাকি?
মৌলি- রিয়া বাড়ি চল।
সীমা- দাঁড়াও, তোমরা আগে আমার সঙ্গে চলো।


মৌলির তো তখন জ্ঞান হারানোর মত অবস্থা। রাত তখন প্রায় নটা পেরিয়ে গেছে, ওদিকে বাড়ির লোক চিন্তা করছে। সীমা তাদের নিয়ে গেল সেই রেল লাইনের ধারে। রিয়া মৌলি দুজনেই পেছনে তাকিয়ে দেখে সীমা নেই।

মৌলি বলল, রিয়া তখন তোকে বললাম না বাড়ি চল্, কেন শুনলি না আমার কথা, আমাদের খুব বিপদ। এবার রিয়াও বেশ ভয় পেল। অন্ধকারে তাড়া দুজনেই কিসের ওপর যেন হোঁচট খেল। রিয়া বলল - মৌলি মোবাইলের ফ্ল‍্যাশটা অন করতো।
মৌলি ফ্ল‍্যাশ অন করতেই দেখল সেই বীভৎস ধর্ষিত রক্তাক্ত চেহারা। খোলা চুল, পরনে হলুদ কূর্তি...











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments