ফোন_কল Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প
#ফোন_কল
আমি রান্নাঘরে তখন সবে ভাত বসিয়েছি, ফোনটা হঠাৎ বেজে উঠলো | আসলে সৌম্য আর মাম্পি রবিবার একটু দেরি করেই বিছানা ছেড়ে ওঠে | একটাই তো ছুটির দিন, তাই আমিও বিশেষ একটা জোর করি না | ফোনটা ধরতেই দেখলাম একটা অচেনা নাম্বার, তুলতেই করবীর গলা শুনতে পেলাম |
-"বৌদি, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি চলে এসো, মার অবস্থা বিশেষ একটা ভালো না |"
চমকে উঠলাম, জিজ্ঞেস করলাম,
-"সে কি ! কি হয়েছে ?"
ওপাশ থেকে উত্তর এলো,
-"তুমি এসো তো আগে, এলেই দেখতে পাবে !"
ফোনটা কেটে গেলো, কিছু একটা জিজ্ঞেস করবো ভাবলাম, কিন্তু পারলাম না !
আসলে আমার বিয়ের পর বাবা মারা যাওয়াতে, মা ভীষণ একা হয়ে যায় | লেকটাউন, কাঁকুড়গাছি থেকে বিশেষ একটা দূরে নয় বলে, মাঝে মাঝে মাম্পির স্কুল থেকে আমিই মার কাছে চলে যাই | গতকাল একদম কথা হয় নি, কিন্তু পরশু দিন তো কথা বলে ভালোই মনে হয়েছিল | আজ আবার কি হলো কে জানে ?
সৌম্য আর মাম্পিও আমার সাথে যাবে বলে বায়না ধরলো | একটা গাড়ি ধরে লেকটাউন পৌঁছতে বিশেষ একটা দেরি হলো না | কলিংবেল টিপতে করবীর মেয়েকে দেখলাম, উৎকণ্ঠার সুরে জিজ্ঞেস করলাম,
-"কি গো, মা এখন কেমন আছে ?"
ও দেখলাম, উদাস সুরে বলে উঠলো,
-"কে মাসিমা ? কেন ঘরেই তো আছে ?"
আমরা তিনজন তাড়াতাড়ি করে ঘরে ঢুকতেই দেখলাম মা বসে খবরের কাগজ পড়ছে | আমাদের দেখে ভীষণ চমকে গেলো | জিজ্ঞেস করলো,
-"কি রে, তোরা ? একবার তো আমায় ফোন করবি ! আমি তো একটু বাদেই অতসীমাসির বাড়ি যাচ্ছিলাম !"
আমি জিজ্ঞেস করলাম,
-"সে কি গো, করবী কিছুক্ষন আগে তো আমায় ফোন করে বললো, তোমার নাকি খুব শরীর খারাপ !"
মা ভুরু কুঁচকে বললো,
-"করবী ? করবী তো দিন তিনেক হলো কাজেই আসছে না ! শরীর খারাপ হয়েছে, তাই ওর মেয়ে এসে কাজকর্ম করে দিচ্ছে ! যতটা পারে আমার সাথে সাথেই থাকছে !"
আমি কি একটা বলতে যাচ্ছিলাম, সৌম্য আমায় থামিয়ে দিলো ! বললো,
-"মা, আমি এখুনি বাজার যাচ্ছি, আমরা সবাই কিন্তু দুপুর বেলা এখানেই খাওয়া দাওয়া করবো ! আপনি অতসী মাসিকে ফোনে জানিয়ে দিন, আজ আপনি যাবেন না !"
আসলে সৌম্য আর আমার মায়ের ভীষণ ভাব, দুজনে বন্ধুর মতন মেলামেশা করে | গল্প করতে করতে যে কত ঘন্টা কাটিয়ে দেয় ওরা ! কিন্তু আমার মনে একটা সন্দেহ রয়েই গেলো, যে ফোনটা থেকে কল এসেছিলো বার বার রিকল করলাম, কিন্তু কেউ তুললো না, আবার কখনো কখনো এনগেজ টোন পেলাম !
দুপুরে বেশ আনন্দ হলো, সৌম্য বাজার করে নিয়ে আসার পর, আমি, মা আর করবীদির মেয়েটা অনেক কিছু রান্না করলাম | খেতে খেতে প্রায় তিনটে হয়ে গেলো । ডাইনিং টেবিলে বসে গল্প করছি সবাই মিলে, মা দেখলাম কথা বলতে বলতেই হঠাৎ চুপ করে গেলো | আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,
-"মা, তোমার কি শরীর খারাপ ?"
চশমাটা খুলে শাড়ির আঁচল দিয়ে দেখলাম চেপে চেপে মুখটা মুছছে | কপালটা লক্ষ করলাম, ঘামে ভিজে গেছে ! আমাদের দিকে তাকিয়ে একটু থেমে থেমে বললো,
-"আমি একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি, তোরা ততক্ষন কথা বল !"
আমি খানিকটা মাকে এগিয়ে দিয়ে এলাম ! আমরা নিজেরা কথা বললেও, আমার চোখটা ছিল ঘড়ির দিকে ! পাঁচ মিনিট হয়ে গেলেও কল থেকে জল পড়ার আওয়াজটা পাচ্ছিলাম, দশ মিনিট পর একটা দুম করে আওয়াজ আসতেই আমি আর সৌম্য দৌড়ে বাথরুমের কাছে গেলাম | সৌম্য জোরে দরজা ধাক্কা দিতে দিতে অবশেষে খুলেও ফেললো, দেখলাম মা মেঝেতে শুয়ে রয়েছে ! অনেক করে ডাকাডাকি করলেও বুঝতে পারলাম সেন্সলেস হয়ে রয়েছে, তাড়াতাড়ি পালস বিট মাপতে মাপতে সৌম্যকে এম্বুলেন্সে ফোন করতে বললাম | মিনিট দশেক পর মাকে নিয়ে একটা নার্সিংহোম পৌঁছে গেলাম !
এমার্জেন্সিতে গিয়ে দেখাতেই ডাক্তারবাবু বললেন,
-"ওনার একটা স্ট্রোক হয়ে গেছে ! তবে খুব তাড়াতাড়ি ওনাকে নিয়ে এসেছেন, তাই প্রাণ সংশয় হবার কোনোরকম চান্স নেই ! কয়েকদিন প্রাথমিক কিছু চিকিৎসা আমরা করলেই বুঝতে পারবো, আসলে ওনার এখন কিভাবে থাকা দরকার !"
মাকে এডমিট করবার পর, সৌম্য একটা কাজে বাড়ি চলে গেলো ! আমি রাতে বাপের বাড়িতেই থেকে গেলাম, নার্সিংহোম থেকে বললো দরকার হলে ফোনে কথা বলে নেবো !
তখন গভীর রাত, আমি মোবাইলে নাম্বারটা আমাদের পাড়ার একজন ছেলেকে দিলাম চেকিং করবার জন্য ! ও কিছুক্ষন বাদে আমাকে জানালো,
-"দিদি আপনি যে নাম্বারটা দিয়েছেন, ওটা প্রথমত ১৩ ডিজিটের নম্বর, আর এই নম্বর আমাদের দেশে তো নেই, সারা পৃথিবীতেই যে এই রকমের নম্বরই হয় না ! আপনি কোথা থেকে এই নম্বর পেলেন ?"
আমি কোনো কথা বলতে পারলাম না ! দ্রুত ফোন মেমরি থেকে ডিলিট করে দেওয়ার কথা ভাবলাম ! কিন্তু নম্বরটা যেন কোথায় হারিয়ে গেছে, অনেক চেষ্টা করেও আর খুঁজে পেলাম না !
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments