Header Ads Widget

সত্যি ঘটনা

সত্যি ঘটনা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







সত্যি ঘটনা,
আমি ভূতে খুব ভয় পাই।।কিন্তু তবুও বেশ আগ্রহ করে সব পোস্ট পড়ি।।আর লাইভ গুলো শোনার চেষ্টা করি।।এটা আমার প্রথম পোস্ট।।যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।। ঘটনা টা ঘটেছে আমার বড়ো কাকিমার সাথে।।


আমার দাদুরা ছয় ভাই ছিল।।আমার বাপের বাড়ি একই বাউন্ডারির ভেতর তিন ভাই আছেন।।বাকি রা একই পাড়ায় থাকেন।।আমার দাদু মারা গেছে ২০০৭e।। তখন আমি অনেক টাই ছোটো।।২০১৭তে আমার ছোটো দাদু হটাৎ করে অসুস্থ হয়ে পড়েন।।আর ২দিনের মধ্যে হটাৎ মারা যান।।

দাদুর মৃত্যু টা একটু খারাপ তো লাগছিল কারন দুদিন আগেই সব ঠিক ছিল হটাৎ করে এরম হয়ে গেলো।।দাদুর বডি যখন দাহ করার জন্য sosan এ নিয়ে যাচ্ছিল তখন কিছু কিছু জিনিস থাকে সেইগুলো নাকি দিতে হয় সঙ্গে।।সেই দিকে কাওর নজর ছিল না।।দাদুর সাথে সেইগুলো দেওয়া হয়নি।।দাহ করার পর পুরোহিত ডাকা হলো কি কি নিয়ম কানুন আছে জেনে নেওয়ার জন্য।।

তখন পুরোহিত বললো যে দাদু অনেক খানি দোষ পেয়েছে সবাই কে একটু সাবধানে থাকতে।।ওই ১২দিনের মাথায় কেউ কিছু অতটা টের না পেলেও ১৩দিনের দিন আমার ঠাম্মা কে দাদু স্বপ্ন দেখালো বললো চলে আসতে দাদুর কাছে।।দাদু খুব একা হয়ে গেছে।।ঠাম্মা বললো সবাই কে ফেলে ঠাম্মা আসতে পারবে না।।বলে রাখি আমার দাদু ঠাম্মার খুব মিল ছিল।।

ঠাম্মাকে দাদু না দেখে থাকতে পারতো না।।এমন কি বাপের বাড়ি গেলেও ঠাম্মা কে নিয়ে যেত আবার নিয়ে আসত।।যেদিন মথসমুখি হবে মাছ খেলাম আমরা সবাই,সব আত্মীয় রা এসেছে।।দুপুর বেলা সব ঠিক।।সন্ধে বেলা হটাৎ করে ঠাম্মা অসুস্থ হয়ে গেলো।
নার্সিং হোমে নিতে নিতেই শেষ।। আমরা কেউ বিশ্বাস করতে পারছি না যে ১৫দিনের মধ্যে দুজন শেষ।। ঠাম্মার তো যাওয়ার কথাই না।।বুঝতে অসুবিধা হলো না দাদুই নিয়ে গেলো।।

এবার আবার পুরোহিত ডাকা হলো।তিনি এসে বললেন ঠাম্মা খুব ভালো দিনে ভালো সময়ে গেছেন।।বৃহস্পতি বার একাদশীর দিন।।ঠাম্মা বেশী দোষ ও পায়নি।।কাজেই খুব তাড়াতাড়ি ঠাম্মা মুক্তি পেয়ে যাবেন।।আবার অসুচ পালা শুরু হলো।।সব কাজ শেষ।।কিন্তু ছোটো দাদু দের ঘরে দুই কাকা আর দুই কাকিমা ভয়ে ভয়ে থাকত।।যতই হোক দুজন এক সাথে গেলে আতঙ্ক ত থাকবেই।।

দাদু ঠাম্মার খাট খালি রাখবে না দেখে ছোটো কাকা ছোটো কাকিমা একদিন রাতে ঘুমায়।।কাকিমা ঘুমের মধ্যে বুঝতে পারে কেউ যেনো তার গলা টা টিপে ধরেছে।।ঠাকুরের নাম নিয়ে কোনো রকমের রেহাই পায় সেদিন।।তারপর দিন থেকে আর কেউ ওই খাটে শুতে চাইতো না।।কয়েক দিন পর রাতের বেলা বড়ো কাকিমা বাথরুম যাবে দেখে উঠেছে।।

সারাদিন খাটা খাটনি করে কাকা ঘুমিয়েছিল দেখে কাকা কে না ডেকে নিজেই সাহস করে গেছে।।ঘরের থেকে বেরিয়ে দাদু ঠাম্মার ঘরের ওপর দিয়ে bathroom যেতে হয়।।সে বেশ সাহস করে গিয়ে বাথরুম করে দরজাটা সবে খুলেছে দেখে দাদু দাড়ানো কাকিমার সামনে।।ওরকম লুঙ্গি পরে দাড়িয়ে আছে কাকিমার মুখোমুখি।।

কাকিমাকে বললো ঝুম্পা(কাকিমার নাম) আমার খুব খিদে পেয়েছে।।খেতে দেবে?? ব্যাস কাকিমা ওখানেই অজ্ঞান।।ধুম করে জলের বালতির ওপর পড়ায় আওয়াজ পেয়েছে পাশের ঘরের থেকে ছোটো কাকিমা।কারন তখন বন এর মাত্র দের বছর বয়স।।রাতে জেগে থাকত বেশি।।ভাগ্যিস সেদিন আওয়াজ ত শুনে কাকা কে ডেকে বেরিয়ে ছিল।।

তাই হয়তো কাকিমাও বেচে গেছিলো।।ওই দিনের পর থেকে কিছু দিনের মধ্যেই ওদের দুজনের কাল অসূচ এক সাথে তুলে দিয়ে অনেক বড়ো করে গীতা পাঠ চণ্ডী পাঠ হওয়ায় আর গয়ায় পিন্ডি দান করায় সব ঠিক হলো।।দাদুর সময় যেই পুরোহিত কাজ করেছিল সে ঠিক ভাবে করেনি।।সেই পুরোহিত খুব young।। কিন্তু এক বছরের মধ্যে সেও মারা যায়।।











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments