Header Ads Widget

একটি ভূতের গল্প

একটি ভূতের গল্প Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







Il একটি ভূতের গল্প ll

সেবারে ২৫এ ডিসেম্বর শীতের ছুটিতে গিয়েছিলাম মামাবাড়িতে। উপলক্ষ ছিল আমার দাদুর ছেলে মেয়ে নাতি নাতনীরা একত্রে মিলিত হয়ে একদিনের একটা পিকনিক করা।তখন স্কুলের গন্ডী পার না হওয়া বয়স l হাওড়া জেলার একটা বর্ধিষ্ণু গ্রাম l বিখ্যাত এক রানীর নামে সে গ্রামের নাম l খুব ছোটবেলায় যে গ্রামকে দেখেছিলাম সেই গ্রাম তখনই আধা-শহর হয়ে গেছে। যদিও আধা শহরের প্রাণকেন্দ্রে বিদ্যমান ছিল একটি সুন্দর গ্রাম l সেখানে রাজবাড়ী, রানীমহল ,রানী দিঘী, রানীর নামে স্কুল , রানীর নামে বাজার , পথঘাট , বিভিন্ন রকমের মন্দিরের ধ্বংসস্তূপ বিদ্যমান। গ্রামের ভিতর মুদি দোকানের পাশাপাশি ঝকঝকে শহুরে দোকানপাতিও ছিল l
দাদুর মুখে ছোটবেলায় অনেক ভূতের গল্প শুনতাম। গা ছমছমে সন্ধ্যার পরিবেশে যা জীবন্ত হয়ে উঠত। পরবর্তীকালে অনেক নামি লেখকের ভূতের গল্প পড়েছি l সেখানে শাঁকচুন্নি, ব্রহ্মদৈত্য, বা মেছোভূতের কথা পড়ে গা ছমছম করতো l মনেহতো কারা যেন অন্ধকারে সহস্র চক্ষু মেলে পিছন থেকে আমাকে অনুসরন করছে l ভূতের সিনেনা গুলি মনের মধ্যে. এমন ভয় ধরিয়ে দিত যে ঘুমের মধ্যেও চমকে চমকে উঠতাম l প্রাকৃতিক প্রয়োজনেও রাতের বেলা একলা ঘর থেকে বের হবার সাহস হতো না l
যাই হোক, সেদিন সকালে গ্রামে পৌঁছুবার পর প্রথমেই পিকনিক স্পটে গেলাম l একটি গাছগাছালিতে ঘেরা সুন্দর বাগান বাড়ী l তার ভিতর একটি পুষ্করিনীও আছে l দারুন সুন্দর জায়গা l এটা আমার মামাদের বাগান বাড়ী l সমস্ত আত্মীয়স্বজনরা একে একে আসতে শুরু করেছে l এই ফাঁকে একবার পাশের বাড়ীর গান দাদুর সাথে দেখা করতে গেলাম। গান দাদু বলছি কারন দাদু একসময়ে ভালো গাইয়ে ছিলেন। এখন গিয়ে দেখি দাদৃ একা একা বসে ঝিমাচ্ছেন। আমাকে দেখে তিনি খুব আনন্দ পেলেন আর অনেক গল্প হল, তারপর গান। গান ধরলেন ধীর লয়ে....দিনের শেষে ...ঘুমের দেশে ......বিষাদভরা কন্ঠ চারিদিক গমগম করছে l এখনও এই বয়সে কি গলা l এরপর আস্তে আস্তে অন্য মেজাজে ..প্রাণের খুশীতে দাদু ভাঙ্গা-ভাঙ্গা গলায় গান গেয়ে চললেন পর পর আর দুঃখ করতে লাগলেন কেউ আর এখন আসেনা তার গান শুনতে। তিনি এখন বাতিলের দলে l একসময় এই বাড়িতে কত না জমাটি আসর বসতো। মনে হল আমাকে গান শোনাতে পেরে তার ভীষণ আনন্দ হয়েছে আর চোখেমুখে তা ফুঁটে উঠেছে। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে তারপর একসময় হাঁটতে হাঁটতে বাবুদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বাবুদের বাড়ী মানে এ গ্রামের প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ী l চারদিক এখনো থমথমে, বনজঙ্গল, সামনে একটা বড় পুকুর। যদিও সকালবেলা ...তবুও গা ছমছম করতে লাগলো l মনে হল একা একা এখানে না আসাই উচিৎ ছিল l আর মনে পড়ে গেল সেই ছোট ছেলেটার কথা যে নাকি একবার এই পুকুরে ডুবে মারা গিয়েছিল আর শুনেছি এখনো নাকি পুকুরের চারদিকে ঘুরে বেড়ায়। একা একা কেউ কেউ তাকে নাকি দেখেছে l সাথে সাথে সে হাওয়ায় মিলিয়ে গেছে l তাই, ছুটে পালাবো কিনা ভাবছি এমন সময় হঠাৎ সেই ভাঙ্গা বাড়ির দ্বিতলের ঘর থেকে গানের সুর ভেসে এলো l সঙ্গে তবলার বোল। ছোটবেলা থেকেই সুর আমাকে ভীষণ টানে। সেই টানেই ধীরে-ধীরে যাবো কি যাবো না ভাবতে ভাবতে দ্বিতলের সেই ঘরে গিয়ে পোঁছালাম এক সময় l সেখানে গান গাইছিলেন এক বয়স্কা মহিলা সঙ্গে বয়স্ক এক তবলচী। সুর, গান, তবলা থেমে গেল l আমার দিকে তাকিয়ে তারা আমার পরিচয় জানতে চাইলেন l তারপর আমার পরিচয় জেনে তারা আমার অনুরেধে আমাকে কিছু গান শোনালেন আর তাঁদের অতীতের কথা বলতে লাগলেন যখন তারা এই গ্রামের স্কুলে চাকুরী করতেন। দুজনেই l থাকতেন এই বাড়িতেই l তারা শুনেছেন এই গ্রামের স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে নাকি কলকাতা থেকে স্বয়ং বিদ্যাসাগর মশাই এসেছিলেন এবং এই জমিদার বাড়ীতেই তার থাকবার ব্যবস্থা করা হয়েছিল l এই বাড়ী তাদের কাছে তীর্থক্ষেত্র l পুরানো দিনের কত কত স্মৃতি l কি সুন্দর সেসব মধুর স্মৃতি! সেই স্মৃতির টানেই তারা মাঝে মাঝে এই গ্রামে ফিরে ফিরে আসেন lআর এই ভাঙ্গা বাড়ীতে বসেন গান নিয়ে l বাবুদের পরিচিত কেয়ার টেকার তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় দিন কয়েকের জন্য l এ গ্রামের সবকিছুর সাথেই তাদের সোনালী যৌবন জড়িয়ে আছে l তাদের মুখে আনন্দ যেন ঢেউ খেলে যেতে লাগলো যখন গান ,গল্প ,সুর আর বোল্ ..... মিলে মিশে একাকার হয়ে গেল l আমার চোখের সামনে সেই বৃদ্ধ বৃদ্ধা আবার রূপ পরিবর্তন করে যুবক যুবতী হয়ে গেলেন l তারা গাইছেন.....
সুন্দরহৃদিরঞ্জন তুমি নন্দন ফুলহার ...
তুমি অনন্ত, নববসন্ত অন্তরে আমার....

আমি কিছুক্ষন পূর্বে গান দাদুর ভূত দেখে এলাম l আর এখানে এখন দেখছি জোড়াভূত l
আর আমার মনে হলো ......আচ্ছা এটা কি ভূতের গল্প না? হয়তো তথাকথিত নিছক ভূতের গল্প না l ।রামধনু রাঙ্গা অতীতকে পিছু ফিরে দেখা...... ,সে তো নিজের ভূতেরই মুখোমুখি হওয়া l সেই ভূত দেখায় বেদনা ও আনন্দ মিলে মিশে যায় lকিন্তু ভয় তো হয় না l কারণ এ ভূত তো নিজেরই ভূত l বড় মায়াময় ভূত ll











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments