Header Ads Widget

সাক্ষী

সাক্ষী Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)





#সাক্ষী (সত্য ঘটনা অবলম্বনে)


ঘটনাটা ঘটেছিল ২০১৭ সালে। আমি তখন মুম্বাইতে থাকি। তখন আমার পরিবারে একটার পর একটা দূর্ঘটনা ঘটে যাচ্ছিলো। আমার বাবার মাইল্ড কার্ডিয়াক এট্যাক হয়, যদিও সপ্তাহ খানেক নার্সিং হোমে ট্রিটমেন্ট এর পর উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তার ঠিক দু'দিন পর আমার এক পিসতুতো দিদির স্বামী মারা যায়। এছাড়াও টুকিটাকি ঝামেলা লেগেই থাকতো। এই রকম পরিস্থিতিতে আমি একদিন সব ঘটনা আমার প্রতিবেশী বৌদিকে বললাম, তিনি ছিলেন কনভার্টেড খ্রিস্টান। মারাঠি থেকে খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন। তিনি সব ঘটনা শুনে আমাকে তার সাথে কলেসিয়া যেতে বললেন। আগেই বলে রাখি কলেসিয়া হলো ছোট মাপের প্রার্থনা ঘর, ঠিক চার্চ নয় তবে ঐ ধরনেরই। আমি যেহেতু ছোট থেকেই কনভেন্টে পড়েছি আর সেখানের কালচারটা ক্যাথলিক কালচার তাই যিশু খ্রিস্টের প্রতি একটা ভক্তি আগে থেকেই ছিল। যদিও সেভাবে কোনদিন চার্চ বা কলেসিয়াতে তার আগে যাইনি। আমি ভাবলাম একবার গিয়েই দেখি যদি সত্যি সব ঠিকঠাক হয়ে যায়। ঐ বৌদির কথা অনুযায়ী তার স্বামীর নাকি একদিক প্যারালাইসিস হয়ে গেছিল কিন্তু ঐ কলেসিয়ায় গিয়ে আর ওখানের পাদ্রির দেওয়া তেল মালিশ করে উনি পুরো সুস্থ হয়ে উঠেছিলেন। প্রতি রবিবার সেই কলেসিয়া বসতো আমাদের বিল্ডিং থেকে কিছুটা দূরে একটা এপার্টমেন্টে। পরের রবিবারই আমি ঐ বৌদির সঙ্গে চলে গেলাম কলেসিয়াতে। ছোটখাটো ঘর, একটা টেবিল আর একটা চেয়ার পাতা। একটা মাইক্রোফোন রাখা টেবিলের উপর। বাকি কিছু মাদুর বিছানো মাটিতে। আমরা একটা মাদুরে বসলাম, কিছুক্ষণের মধ্যেই বেশ লোকজন আসতে লাগলো। পাদ্রিও এলেন। শুরু হলো প্রার্থনা, তারপর কয়েকটা প্রভূর গান ও হলো। তারপর যেটা শুরু হলো সেটাকে ওরা বলছে 'গাওয়াহি '। আমরা বাংলায় যেটাকে বলি সাক্ষী দেওয়া। সেখানে একজন একজন করে মাইকের সামনে গিয়ে বলবে যে প্রভূ যিশুকে মেনে তাদের কি কি ভালো হয়েছে। যাইহোক একজন দুজন করে অনেকেই তাদের কথা বললেন, শুনলাম। তারপর এক বছর সতেরোর মেয়ে গেল, খুব সাদামাটা চেহারা। বলতে শুরু করলো, ওর দাদা একটা এক্সিডেন্টে প্রচুর জখম হয়েছিল, বাঁচার আশা ছিল না, তারপর প্রভূ যিশুকে মেনে ওর দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এইসব। হঠাৎ করে মেয়েটি মুখটা নিচু করে নিয়ে বিভৎস একটা আওয়াজ বের করতে লাগলো মুখ দিয়ে। সামনে মাইক থাকায় আওয়াজটা আরো বিকট শোনাচ্ছিলো। মেয়েটি যখন মুখটা তুললো তখন ওর চোখের সাদা অংশটাও কালো হয়ে গেছে। খুব ভয়ঙ্কর লাগছিলো ওকে। পাদ্রির নির্দেশে আমরা দুরে সরে গেলাম, আর যারা শুধুমাত্র ব্যাপটিস্ট তারাই হাতে হাত ধরে একটা সার্কেল মতো করে মেয়েটিকে ঘিরে ফেলেছিলো। তারপর কি সব মন্ত্র পড়ে হোলি ওয়াটার বা পবিত্র জল ছিটিয়ে দিচ্ছিলো ওর উপর। মেয়েটি রাগে ফুঁসছিলো আর হাতের মুঠো পাকিয়ে টেবিলের উপর জোরে জোরে ঠুকছিলো।পাদ্রির পা ধরছিলো আবার কখনো ডুকরে কেঁদে উঠছিলো আর বলছিলো "হে প্রভু আমাকে বাঁচাও"... কিছুক্ষণ পর পাদ্রি ওর কাছে গিয়ে ওর কপালে একটা ক্রস আঁকলো আর তারপরেই দেখতে দেখতে মেয়েটা সাভাবিক হয়ে গেল। পরে যখন মেয়েটিকে ওখান থেকে সরানো হলো তখন আমরা টেবিলের সামনে গিয়ে দেখলাম টেবিলটা গর্ত গর্ত হয়ে গেছে। আমার কিছুতেই বোধগম্য হলো না যে একজন সাধারণ মানুষ কিভাবে শুধুমাত্র হাত দিয়ে টেবিলে গর্ত করতে পারে!! পাদ্রির ব্যাখ্যা অনুযায়ী অবস্য ওই মেয়েটি তখন সাধারণ মানুষ ছিলো না, ওর মধ্যে নাকি কোন দুষ্ট আত্মা ভর করেছিলো। যাইহোক তারপর থেকে আমি আর ঐ কলেসিয়াতে যাওয়ার সাহস দেখাইনি।

সমাপ্ত।













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments