অণু_নয় Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#অণু_নয়
(১)
"আমার লেখা সমস্ত গল্পের চরিত্র জীবন্ত হয়। কি ! বিশ্বাস হচ্ছেনা?" - বললেন নিজেকে 'লেখক' হিসাবে পরিচয় দেওয়া অপরিচিত সেই ব্যক্তি।
অরিত্র অবাক হয়ে বলল - "কি রকম?"
নিজের লেখা পুরনো একটা বইয়ের পৃষ্ঠা খুলে এগিয়ে দিলেন সেই 'লেখক' । মাথার কালো টুপিটা পাশে নামিয়ে রেখে অরিত্র বিস্ফারিত চোখে পড়ে চলল,
"...গল্পের প্রধান চরিত্র অরিত্রর দেখা হয় তার সৃষ্টিকর্তার সাথে এরকমই এক বৃষ্টি ভেজা রাতে। মাথার কালো টুপিটা পাশে নামিয়ে রেখে , নিজের আসল পরিচয় জানার পরেই সে তার সৃষ্টিকর্তার গলা লক্ষ্য করে নির্ভুল ভাবে,একটি ধারালো ছোরা চালিয়ে দেয়...."
বইটা বন্ধ করে সেই লেখকের দিকে তাকায় অরিত্র। কোনো এক অদ্ভুত মায়াবী ক্ষমতা বলে একটা ধারালো ছোরা চকচক করে উঠলো ওর হাতে!
******************************************
(২)
একটা অজানা কন্ঠস্বর প্রতি অমাবস্যার রাতেই গ্রামের কারোর না কারোর নাম ধরে তিনবার ডাকে। গ্রামের লোকেরা বলে ঐ ডাকে সাড়া দিতে নেই। কৌতুহলী মোহনা ভাবে,"একবার সাড়া দিয়ে দেখাই যাক না কি হয়!"
সেদিন রাত্রে তৃতীয় ডাকে সাড়া দিয়ে ফেলে কৌতুহল বশে.....মোহনা-কে আর খুঁজে পাওয়া যায়নি সেই রাতের পর।
এখনও প্রতি অমাবস্যার রাতে এই ঘটনার ব্যতিক্রম হয়না। শুধু এখন গলার আওয়াজ-টা গ্রামের সকলের চেনা....ওটা মোহনা-র কন্ঠস্বর!
********************************************
(৩)
সেই নাম না জানা গুহার শেষ প্রান্তে আজও কিছু শয়তান জড়ো হয়। একঝাঁক উড়ন্ত বাদুর-কে উপেক্ষা করে যখন পৌঁছলাম সেখানে, তখন প্রায় শেষরাত। সবার ফেরার পালা। কয়েক হাজার মুখ ঢাকা শয়তানের মিলিত চিৎকার "আন্ধেরা কায়ম রহে"
উল্টোস্রোতে গা ভাসিয়ে নিজেকে 'ভালো'দের জগতে ফিরিয়ে আনার যুদ্ধে আমিও সামিল।
******************************************
(৪)
'ভুতুড়ে' বদনাম পাওয়া পোড়ো বাড়িটায় যখন আমি আর সুজয় পা রাখলাম তখন রাত ১ টা। আমাকে দালানে অপেক্ষা করতে বলে ভিতরে যেতে যেতে সুজয় বলল ,"যদি ফিরে আসি ,তাহলে বুঝবি ভুত বলে কিছু নেই।"
প্রায় আধঘন্টা পরেও সুজয় না ফেরায় ওর বাড়িতে ফোন করলাম। ঘুম জড়ানো গলায় ফোনের ওপাশ থেকে 'কারণ' জানতে চাওয়া সুজয়ের গলার শব্দে দ্বিগুণ হৃদস্পন্দনের শব্দ বারবার সেই পোড়ো বাড়িতে প্রতিফলিত হয়ে মস্তিস্কে অবিরাম করাঘাত করে বলে চলল,
"তাহলে কিছুক্ষণ আগে যে আমার সামনে দিয়ে ভিতরে গেল....ও কে??"
*******************************************
(৫)
-"কার সাথে কথা বলছিস মিলি?"
--"মা, দ্যাখো.. ও আমার বন্ধু তিতলি। রোজ রাতে খেলতে আসে আমার সাথে।"
-" কার কথা বলছিস? ওখানে তো কেউ নেই!"
--"দ্যাখ তিতলি, মা তোকে দেখতেই পাচ্ছে না!"
---"কোথায় তোর মা মিলি?? ওখানে তো কেউ নেই!"
********************************************
(৬)
'ব্যাপারটা কি জানেন তো মদের নেশা, সিগারেট-গাঁজার নেশা, সব-ই মানুষ চেষ্টা করলে কাটিয়ে উঠতে পারে। কিন্তু নতুন রক্তের নেশা যত-ই চেষ্টা করুন, কাটিয়ে ওঠা যায়না।'
ফ্রিজ থেকে একটা রক্ত মাখা কাটা হাত বের করে তাতে একবার জিভটা বুলিয়ে নিয়ে আমার দিকে একটা রহস্যময় চাহনি দিয়ে বলল, এই দুর্যোগপূর্ণ রাতে আমার আশ্রয়দাতা ব্যক্তি।
********************************************
(৭)
এই অভিশপ্ত পোড়ো বাড়িটায় এটাই আমাদের প্রথম আসা। যারা আসে, তারা এখানে অভিশপ্ত বোর্ডে খেলা শুরু করে, কিন্তু শেষ হওয়ার আগেই পালিয়ে যায়। আমরা খেলাটা শেষ করতে চেয়েছিলাম শুরু থেকেই।
অনির্বাণ, ক্যারামের শেষ ঘুটি-টা ফেলার সাথে সাথে-ই আলোগুলো দপদপ্ করে নিভে গেল। একটা ফিসফিসানি কানের কাছে ঘুরে ঘুরে বলতে থাকলো, "এখানে কেউ জেতে না।"
রূদ্ধশ্বাসে দৌড়ে পালিয়ে আসার সময় শেষবার চোখ গেল বাড়িটার দিকে, অনির্বাণ একটা পৈশাচিক আনন্দ নিয়ে সেই বোর্ডে নতুন করে ঘুটি সাজাতে সাজাতে একবার তাকালো আমাদের দিকে। দরজা-টা বন্ধ হয়ে গেল।
অনির্বাণ-কে আর খুঁজে পাওয়া যায়নি কখনও!
********************************************
(৮)
একমুঠো আবির দু'গালে মাখিয়ে দিয়েই ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে মিলিয়ে গেল চোখের পলকে।
জলে ভিজে এলো চোখের কোণ্-টা । বছর পাঁচেক আগে এরকমই একটা দোলের সকালে আমার গাড়ীর ধাক্কায় একটা ছোট্ট ছেলে.....
তারপর থেকে প্রতিবছর-ই এই দিনে ঠিক এই সময়ে.....
কানের কাছে একটা ছোট্ট বাচ্চার গলা ভেসে এলো, "হ্যাপি হোলি আঙ্কেল"
**********************************************
(৯)
মেয়েটা যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসে, তখন বয়স মাত্র ১৪। রিনি ঝিনি নূপুরের শব্দে বাড়িটা মাতিয়ে রাখতো। ভালবেসে মায়ার বন্ধনে জড়িয়ে গিয়েছিল বাড়িটার সাথে।
আজ ১৩৮ বছর পরেও গভীর রাত্রে নূপুরের শব্দ পাওয়া যায় সারা বাড়িতে। মেয়েটা এই বাড়িটাকে বড্ড ভালবাসতো।
**********************************************
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments