চিরকুট Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প
#চিরকুট
বাস থেকে নেমে অফিসে ঢোকার ঠিক আগের রাস্তাতে একজন ভদ্রলোককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখলাম | চারিদিকে ভিড়ের মাঝে ঐভাবে ভদ্রলোকটি নিস্প্রান হয়ে পড়ে রয়েছে দেখে চমকে গেলাম | ওনার সারা গায়ে রক্ত লেগে, ঠোঁটের পাশ থেকে গড়িয়ে যাওয়া রক্ত দেখে মনে হলো যেন এক্সিডেন্ট হয়েছে |
সামনেই অফিস পাড়া, আর পুলিশের ভয়ে কেউ ওনার কাছে ঘেঁষতে সাহসই পাচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছিলো এখনো হসপিটালে নিয়ে যাওয়া গেলে প্রাণটা বেঁচে যেতেও পারে | আমার জানাশোনা ফোন নম্বর থেকে এম্বুলেন্সে ফোন করতেই, খুব দ্রুত এখানে একটা গাড়ি এসে দাঁড়ালো |
গাড়ির ভিতর থেকে একজন বললো,
-"ওনার সাথে একজনকে কিন্তু যেতে হবে ! পুলিশ এনকোয়ারির দরকার পড়বে |"
অদ্ভুতভাবে দেখলাম খুব দ্রুত আশপাশ থেকে লোকজনেরা চলে গেলো | আমি একা প্রথমে সাহস না পেলেও, মনে মনে শক্ত হয়ে গাড়িতে উঠে বসলাম | সোজা দশ মিনিটের মধ্য একটা হসপিটালের সামনে গিয়ে গাড়িটা দাঁড়ালো | না, সেভাবে টানা-হ্যাঁচড়া করতে হলো না, ইমার্জেন্সিতে গিয়ে ডাক্তার দেখাতে আমাদেরকে বলা হলো, ভদ্রলোকটির মৃত্যু একটু আগেই হয়েছে, তবে পর্যবেক্ষণের জন্য এখানে এখন বডিটা রেখে দিতে হবে |
মনটা খারাপ হয়ে গেলেও মানিয়ে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলাম | খুব খারাপ লাগলো, তবে মনে হলো যেন উনি মারা যাবার আগে কিছু একটা বলতে চাইছিলেন | পুলিশের এনকোয়ারিতে বিশেষ একটা সুবিধা হলো না, কারণ ওনার সম্পর্কে তেমন কিছুই আমি বলতেই পারলাম না !
* * *
একেই ইয়ার-এন্ডিংয়ের কাজের ঝামেলা, উপরুন্তু বিকেল থেকে প্রচন্ড ঝড়-বৃষ্টি, অফিস থেকে বেরুতে অনেকটা দেরি হয়ে গেলো | রাত হয়ে গেছে, গাড়ি-ঘোড়াও খুব কম চলছে, কোনোমতে হাওড়া স্টেশনে পৌঁছে দেখলাম শেষ ট্রেনটা এখনো চলে যায় নি | দৌড়োতে দৌড়োতে গিয়ে যে কামরাতে গিয়ে উঠলাম, সেই কামরায় একটাই মাত্র আলো টিমটিম করে জ্বলছে | দু-তিনজন প্যাসেঞ্জার চুপচাপ বসে, কয়েকটা স্টেশন পরেই ওনারা নেমে গেলেন | আমার বাড়ি পৌঁছতে এখনো আধ ঘন্টা দেরি |
ব্যাগ থেকে সকালের খবরের কাগজটা বের করে চোখ বোলাচ্চ্ছি, মনে হলো যেন কেউ আমার পাশে আস্তে করে এসে বসলো | ভালো করে তাকিয়ে কাউকেই অবশ্য আমি দেখতে পেলাম না | হয়তো আমার চোখের ভুল, এই ভেবে মন দিলাম কাগজ পড়তে |
এবার আমার বাম হাতের ওপরে কেউ যেন হাত রাখলো, হাতটা ভীষণ ঠান্ডা, ভীষণ চমকে গেলাম | উঠে পড়ে দাঁড়িয়ে ভালো করে সিটের চারপাশে দেখতে লাগলাম কেউ আছে কিনা | না কাউকেই দেখতে পেলাম না |
সামনে স্টেশন এসে থামতে কামরাটা বেশ আলোকিত হয়ে উঠলো | কেউ অবশ্য এই কামরায় উঠলেন না | একটু পরেই ট্রেনটা আবার চলা শুরু করলে, খুব সামনে থেকে এবার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো | অথচ অন্ধকার এই কামরায় কাউকেই দেখতে পাচ্ছিলাম না | ঠিক করলাম, পরের স্টেশনে কামরাটা বদলাবো, তাই ধীরে ধীরে দরজার কাছে উঠে গিয়ে দাঁড়ালাম | স্টেশন ঢোকার মুখে যেখানে বসেছিলাম, একবার সেখানে পিছন ফিরে তাকালাম | চমকে উঠলাম, আমি যেখানে বসেছিলাম ওখানেই সেই লোকটি বসে, যাকে সকালে হসপিটালে নিয়ে গেছিলাম | কি অদ্ভুত, ডাক্তারেরা তো বললো, উনি মারা গিয়েছেন | তাহলে ? অদ্ভুত ভাবে উনি আমার দিকে তাকালেও আমি দরজা থেকে উঁকি মেরে স্টেশনটাকে দেখতে চাইছিলাম, কত তাড়াতাড়ি এসে পৌঁছবে | স্টেশনে এসে দাঁড়াতেই লাফ দিয়ে নামলাম, মনে হলো কেউ যেন আমাকে পিছন থেকে ডাকছেন |
-"এই যে দাদা, এই কাগজটা আপনি ফেলে যাচ্ছিলেন, নিয়ে যান !"
পিছনে ফিরে একজন ভদ্রলোককে দেখলাম, একটা ছোট্ট চিরকুট আমার হাতে দিয়ে কোথায় যেন মিলিয়ে গেলেন, সব কিছু অদ্ভুত ব্যাপার ঘটে যাচ্ছে আমার চোখের সামনে | দৌড়ে একটা কামরায় উঠতে তবুও দুজন লোককে দেখতে পেলাম, কামরাটাও আলোতে ভরা | প্রথমে চিরকুটটা খুলবো না ভাবছিলাম, আমার তো নয়, তবুও সন্দেহের বসে খুলে ফেলতে দেখলাম লেখা রয়েছে,
"পুজনিয়া মা,
আমি একটা কাজে অনেকটা দূর চলে যাচ্ছি | হয়তো আর তোমার সাথে দেখাও হবে না | তুমি আমার অফিসের মুখার্জিদার কাছে গিয়ে একটা চেক নিয়ে আসবে | ওখানে কিছু টাকার এমাউন্ট লেখা রয়েছে, আশা করি শেষ জীবনটা মোটামুটি ওতে চালিয়ে নিতে পারবে ! আমার ভীষণ তাড়া আছে তাই আর কিছু লিখতে পারলাম না, কিছু মনে কোরো না, ভালো থাকবার চেষ্টা কোরো !"
* * *
স্টেশনে নেমে বাড়ি ফিরবার সময় লোকটার কথা ভীষণ মনে পড়ছিলো, মনে হচ্ছিলো উনি বোধহয় আমাকে কিছু বলতে চাইছিলেন | চিরকুটটিতে আদিসপ্তগ্রামের একটা ঠিকানা লেখা আছে ! ফোন নম্বরও লেখা আছে, ভাবলাম সকালে উঠে একবার যোগাযোগ করে নেবো !
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments