Header Ads Widget

পিশাচীনি

পিশাচীনি Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







#পিশাচীনি

#সত্য_ঘটনা_অবলম্বনে

রাত ঠিক সোয়া বারোটায় ডেস্কটেবিলে রাখা টেলিফোনের ক্রিং ক্রিং শব্দে তন্দ্রাভাবটা কেটে গেলো এসআই সুদীপের। ধড়মড় করে হেলান অবস্থা থেকে উঠে বসে রিসিভারটা তুলে কানে ঠেকালো সে।

"হ্যালো, এসআই সুদীপ স্পিকিং। "

প্রায় শোনা যায় না এমন একটা কন্ঠ ভেসে এলো ওপাশ থেকে।

" স্যার, মধুখালী খালের পাশে একটা মেয়ের লাশ পড়ে আছে, আপনি জলদি আসুন। "

অতঃপর কেটে গেলো লাইনটা।

সুদীপ আরো কিছু বলতে যাচ্ছিলো। কিন্তু তার আগেই কলটা কেটে যাওয়ায় কিছুটা বিরক্তই হলো সে।

কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুদীপের মনে। আসলেই কি কারো লাশ পড়ে আছে ঐ মধুখালী খালের পাড়ে, আর লোকটাই বা কে? এত দ্রুত কলটাই বা কেটে দিলো কেনো... এসব নানা ব্যাপার মাথায় এলো তার।

সুদীপ শুনেছে মধুখালী খালের ঐ দিকটা মোটেও ভালো নয়। ওখানে নাকি নানা অশরীরি...পিশাচের আবাস। যদিও সবই জনশ্রুতি। তবে সে এসব গালগল্প একদমই বিশ্বাস করে না।

সুদীপ চেয়ার ছেড়ে উঠলো। দুজন কন্সটেবল হরিপদ আর তপন কে নিয়ে জীপযোগে রওনা দিলো মধুখালী খালের দিকে। ড্রাইভিং করতে করতে... সুদীপ আড়চোখে লক্ষ্য করেছে, কন্সটেবল দুজনের চোখে-মুখেই ভয়ের ছাপ স্পষ্ট। যদিও সে এসব পাত্তা দিচ্ছে না একদমই। একজন দায়িত্বশীল অফিসার হিসেবে... পেশাগত দায়িত্বই তার কাছে সবার উর্ধ্বে।

ঘন্টাখানেক পরে অকুস্থলে পৌঁছালো সুদীপরা৷ বনজঙ্গলে ঘেরা, খালের পাড়ের কাছে জীপ থামালো সে। তারপর টর্চ হাতে বেরুলো জীপের দরজা খুলে। তার পেছন পেছন রাইফেল হাতে, হরিপদ আর তপন।

হাঁটতে হাঁটতে, পাড় লক্ষ্য করে টর্চের আলো ফেললো সুদীপ। কই, কারো লাশ তো চোখে পড়ছে না। সুদীপের থেকে মিটার দশেক দূরত্বে একটা কাঁটাঝোপের মধ্যে একটা ওড়না আটকে থাকতে দেখলো সে । সেদিক লক্ষ্য করেই এগুতে থাকলো তারা। ঝোপের কাছে আসতেই খালের একদম পাড় ঘেঁষে একটা মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখলো সুদীপ। দ্রুত এগিয়ে গিয়ে, হাতের টর্চটা তপনের হাতে দিয়ে মেয়েটার শরীর ঘুরালো সুদীপ। টর্চের আলোয় সে দেখলো মেয়েটার পরনে জামা ছিন্নভিন্ন। পেটের কাছে গভীর ক্ষত, সেখান থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। সম্ভবত ছুরিকাঘাত করা হয়েছে৷

সুদীপ.. মেয়েটার পালস চেক করলো, নাকের কাছে হাত নিয়ে দেখলো। যা ভেবেছিলো ঠিক তাই, মেয়েটা মৃত।

সে উঠে দাঁড়িয়ে কন্সটেবল দুজনকে বললো লাশটা তুলে জীপে নিতে। তার কথামতো হরিপদরা লাশটা ধরাধরি করে জীপের কাছে নিয়ে এলো। তপন...জীপের ডিকির দিকে এগুলো চাটাই বের করার জন্যে

এদিকে ঘটলো আরেক ঘটনা। সুদীপ কিছুতেই জীপ স্টার্ট দিতে পারছে না। যতই চেষ্টা করছে, জীপ কিছুতেই স্টার্ট নিচ্ছে না। জীপ থেকে বেরিয়ে বনেট খুলে কিছুক্ষণ খুটখাট করে ফের চেষ্টা করলো সে। কিন্তু বিধিবাম! ইঞ্জিন বোধহয় ডাউন করেছে।

লাশ চাটাইয়ে বাঁধা বাদ দিয়ে হরিপদরা এগিয়ে এলো সুদীপের কাছে।

"কি হয়েছে স্যার?"

"আর বলো না, জীপটা চালু হচ্ছে না৷ অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। "

"এখন কি করবেন স্যার?", বললো হরিপদ।

"দাঁড়াও, থানায় ফোন দেই।",বললো সুদীপ

কিন্তু থানায় ফোন দিয়েও হতাশ হতে হলো তাকে, কেননা বাকি জীপটা ইতোমধ্যে ওসি হালদার বাবু নিয়ে বাসায় চলে গেছেন। অগত্যা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা রাত এখন বাজে দেড়টা। হালদার বাবু এতক্ষণে ঘুমিয়ে গেছেন। আর হালদারবাবুর বদমেজাজ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল সুদীপ। তাকে এত রাতে ফোন করে ঘাটাতে চায় না সে।

সে সিদ্ধান্ত নিলো রাতটা জীপেই কাটিয়ে দেবে৷ তপন আর হরিপদকে খুলে বললো সব। যদিও মনে হলো ওরা মনে মনে খুবই বিরক্ত ও ভীত৷ যাইহোক লাশটা চাটাইয়ে বেঁধে জীপের সামনেই রেখে ওরা ঢুকে পড়লো জীপে৷ সুদীপ ড্রাইভিং সিটে আর হরিপদরা প্যাসেঞ্জার সিটে। নিজেদের মাঝে গুজগুজ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লো তপনরা৷

সুদীপ নিজেও কিছুক্ষণ মোবাইল ঘেটে একসময় ঘুমে তলিয়ে গেলো।

*

কেমন এক অস্বস্তিতে ঘুম ভেঙ্গে গেলো সুদীপের। সিটে হেলান অবস্থা থেকে উঠে বসলো সে। ড্যাশবোর্ডে রাখা ফোনটা হাতে নিয়ে অন করে দেখলো রাত তিনটা বাজে। ফোনটা ফের ড্যাশবোর্ডে রাখতে গিয়ে সামনের দিকে নজর পড়তেই চমকে উঠলো সে৷ চাঁদের ম্লান আলোয় সে দেখলো জীপের সামনে রাখা লাশটার উপর কে যেনো ঝুঁকে পড়ে কিছু একটা করছে। তার পিঠ সুদীপের দিকে থাকায় সে ঠিক বুঝতে পারলাে না কি করছে আগন্তুক ।

তড়িঘড়ি করে টর্চ হাতে, জীপের দরজা খুলে বেরুলো সুদীপ। তারপর এগিয়ে গিয়ে দাঁড়ালো লাশটার সামনে। টর্চের আলো ফেললো সামনে। যা দেখলো তাতে সীমাহীন আতঙ্কে শিউরে উঠলো সুদীপ। সে দেখলো, এক মহিলা লাশটার সামনে ঝুঁকে পড়ে...লাশের একটা হাত তুলে ধরে খুবলে খুবলে মাংস খাচ্ছে । সুদীপ আলো ফেলায় যারপরনাই বিরক্ত হয়ে তার দিকে মুখ তুলে তাকালো মহিলা। সুদীপের মনে হলো, সে ভয়ে আতঙ্কে হার্ট এ্যাটাক না করে বসে৷ প্রচন্ড কুৎসিত, ক্ষতবিক্ষত মুখ মহিলাটার। এ যে সাক্ষাৎ এক পিশাচীনি। দপদপ করে জ্বলছে তার একজোড়া চোখ।

প্রচন্ড এক শরীর অবশ করে দেওয়া চিৎকার করে, লাশটার হাত ছেড়ে উঠে দাঁড়ালো পিশাচীনিটা। তারপর তেড়ে এলো সুদীপের দিকে।

একমুহূর্ত কি করবে ঠিক বুঝে উঠতে পারলা না সে। তারপর আত্মরক্ষার তাগিদেই পেছন ফিরে পড়িমরি ছুটলো সুদীপ। প্রাণপণ ছুটতে লাগলো সে। সেই অবস্থাতেই পেছন ফিরে দেখলো, পিশাচীনিটা প্রবল আক্রোশের সাথে তার দিকে ছুটে আসছে ।

তাতে ভয় আরো বহুগুণ বেড়ে গেলো সুদীপের। আর পারলো না সে ।প্রচন্ড এক আর্তচিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো সে।

***

ভোর সাড়ে ছয়টার দিকে জ্ঞান ফিরলো সুদীপের। জ্ঞান ফিরে নিজেকে জীপের সিটে আবিষ্কার করলো সে৷ সে উঠে বসার চেষ্টা করতেই, তপনরা এগিয়ে এসে তাকে উঠতে সাহায্য করলো।

"স্যার আপনি এখন ঠিক আছেন তো?", বললো তপন

" হ্যাঁ, আ..আ..আমার কি হয়েছিলো?"

হরিপদ সব খুলে বললো।

"স্যার, আমরা তো ঘুমিয়ে ছিলাম। আপনার চিৎকার শুনে ঘুম ভেঙ্গে যায়। আপনাকে জীপে না দেখতে পেয়ে টর্চ হাতে বাইরে আসি। টর্চের আলোয় কিছুটা দূরে দেখি, এক মহিলা... সামনে পড়ে থাকা আপনার অচেতন দেহের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা পড়িমরি করে সেদিকে ছুটে যাই। আমাদের দেখতে পেয়ে ঐ মহিলা একবার পেছন ফিরে আমাদের দিকে তাকিয়ে, দ্রুত খালের দিকে ছুটে গেলো। তারপর স্যার, আমাদের চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল সে। "

"আর, লাশটার কি অবস্থা এখন ? "

" তা, আপনি নেমেই দেখুন না হয়। "

সুদীপ নেমে এলো জীপ থেকে। শরীর এখনো কিছুটা দূর্বল তার। তবে হাঁটতে তেমন বেগ পেতে হলো না তাকে। লাশটার সামনে এসে থামলো সে। দেখলো লাশটার ডান হাতের কব্জি পর্যন্ত আধখাওয়া।

পাশ থেকে তপন বললো," স্যার লোকমুখে যা শুনেছি তা দেখছি একদমই ঠিক... এই জায়গাটা আসলেই সুবিধের নয়। পিশাচের আবাস এই এলাকাটায়।

"হুম, তাই- ই তো দেখছি। "

লাশটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো সুদীপ।

#সমাপ্ত












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments