Header Ads Widget

আতঙ্কের_দুঘন্টা

আতঙ্কের_দুঘন্টা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)





#গল্প
#আতঙ্কের_দুঘন্টা

এবার লখনৌ যেতে হল দু দিনের জন্য অফিসের কাজে। দমদম থেকে প্লেন দেরি করে ছাড়ার জন্য পৌছতে রাত সাড়ে এগারোটা হয়ে গেল। আগে থেকেই.. চারবাগে..যে হোটেলে উঠি বুকিং করা ছিল। পৌঁছে দেখি জমজমাট ..চারবাগ.. কেমন যেন ঝিমিয়ে আছে..!! রিসেপশনে একটি মেয়ে বসে ঝিমোচ্ছে..!! কেমন ঘোলাটে চোখে তাকিয়ে আমাকে দেখে হাত বাড়িয়ে কি-বোর্ড থেকে 704 নং রুমের চাবি টা দিলো..!!...কাল সুবাহ খাতা এন্ট্রি কর দিজিয়েগা...বলল..মনে হল..!!

লিফটে করে উঠে ঘরে ঢুকে টি.ভি.টা অন করতে গেলাম,চালু হলো না..!! রিসেপশনে ইন্টারকমে ফোন করলাম...কেউ ফোন তুলছে না...কোন আওয়াজ নেই..!! অন্য সময় রাত্রি দুটো অবধি হোটেল গম গম করে..!! আজ মৃত্যুপুরী মনে হচ্ছে..!! ভাবলাম ফ্রেস হয়ে শুয়ে পড়ি.. কাল সকালে দেখা যাবে..!! কিন্ত খাব কি..?! বেশ খিদে পেয়েছে..!! হঠাৎ দরজায় টোকা..!! বললাম.. কাম ইন..!!

আপকা ডিনার স্যার... রিসেপশনের ঘোলা চোখের মেয়েটা..!!

বাকি লোগ কাঁহা গিয়া..??!!

কোন উত্তর না দিয়ে খাওয়ার ট্রে টা টেবিলে নামিয়ে দিয়ে চলে গেল..! খিদের জ্বালায় খেয়ে দেয়ে বেসিনে হাত ধুয়ে বিছানায় জায়গা নিলাম..!! ঘড়ির দিকে থাকলাম..দেখি ঘড়িটা আটটা বেজে বন্ধ হয়ে আছে..!! হঠাৎ এ.সি.র ঠান্ডা বীভৎস রকম বেড়ে গেল..!! রিমোট দিয়ে কম করতে গেলাম..কিছুতেই কমছে না..!! আবার রিসেপশনে ফোন করলাম...কোন আওয়াজ নেই..কেউ তুলছে না..!! দরজা আর ঘরের মেঝের কয়েক সেন্টিমিটার ফাঁক দিয়ে প্যাসেজের আলো ঢুকছে...মনে হল কেউ যেন হেঁটে গেল..একটা ছায়া চলে গেল..!! তাড়াতাড়ি দরজা খুলে বেরোতেই কাউকে দেখতে পেলাম না..পুরো প্যাসেজটা ঘুরে এলাম..!!

এবার কেমন যেন ভয় চেপে বসলো..! গলাটা শুকিয়ে আসছে..! লিফটে চেপে নীচে নামতে গেলাম..লিফটটা যেন আমার জন্যই দাঁড়িয়ে ছিল..! নড়ে উঠে নামতে শুরু করলো..মনে হল নামছে..!! হঠাৎ থেমে গেলো..দেখি আমি 704 নং রুমের সামনে..!! প্রচন্ড ঘামছি..মৃত্যুপুরীতে ঢুকে পড়েছি মনে হচ্ছে..!!

ঘরে গিয়ে জল খেতে গেলাম..জগটা খালি..!! আবার ঘড়ির দিকে চোখ চলে গেল..দেখি কাঁটা তিনটের ঘরে..!! একটা কেমন টান অনুভব করছি..!! দরজা খুলে বেরিয়ে সিঁড়ি দিয়ে ঊর্ধ্বশ্বাসে নামছি..পিছনে কে যেন নামছে আমার সাথে..! পিছনে তাকাতেও ভয় করছে..!! মনে হচ্ছে কত যুগ ধরে নামছি...শেষ আর হচ্ছে না..!! কতক্ষণ নেমেছি খেয়াল নেই.! হঠাৎ কে যেন চেপে ধরলো..!! ঝাকানি দিয়ে বলল..আরে মিস্টার বাসু, কিতনা টাইম হুয়া আয়া.? ক্যায়া হুয়া আপকা..?!!

দেখি ম্যানেজার মিঃ ত্রিপাঠি। ঘোর থেকে জেগে উঠলাম..!! বললাম.. রাত সাড়ে-গ্যারা বাজে আয়া..!! এবং যা যা হয়েছে সব খুলে বললাম..!!

আরে দাদা..আপকা রুম তো ম্যায় 304 বুক কিয়া থা...704 মে ক্যাইসে চলা গিয়া..?! সামকো 704 মে এক লেডি কাস্টমার মার্ডার হুয়া..! ইস লিয়ে হামলোগোকো থানা জানা পড়া..সিরফ দারোয়ান থা হোটেল মে..আপকো ফোন কিয়া থা..হো সকতা হ্যায় আপ প্লেন মে থা ইস লিয়ে ফোন নেহি লাগা..!! আভি তো রাত দো বাজ রাহা হ্যায়..! খানা খায়া..?!!

হাঁ ও রিসেপশন বালি লেড়কী খানা দিয়া থা..!!

ক্যাইসে থা ওহ লেড়কী বলিয়ে তো দাদা..??!!

আমি বর্ণনা দিলাম.।

আরে ওহি লেড়কী তো মার্ডার হুয়া..!! রাত দো বাজ গয়া... চলিয়ে আপকা রুম মে ছোড় দেতে হ্যায়..!!

304 নং রুমে গিয়ে দেখি আমার লাগেজ ওখানেই রাখা আছে..!! আর টেবিলের উপর খাওয়ার চাপা দেওয়া..!!

ত্রিপাঠীকে বললাম... কাল সুবহ হাম হোটেল সে চেক আউট করেঙ্গে.. হামারা একদিন কা বিল রেডি করকে রাখিয়েগা..!!

আজও ভুলতে পারিনা ওই আতঙ্কের দু ঘন্টা।।













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments