নিঃশব্দ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#নিঃশব্দ
"আয়...... এদিকে আয়.....আয়......" - ফিসফিসানি-টা বেশ অদ্ভুতভাবেই বারবার সামুদ্রিক নোনা হাওয়ায় ভেসে এসে মিশমি-র কানে ধাক্কা দিচ্ছিল।
"এই , তোরা শুনতে পাচ্ছিস রে কে যেন ডাকছে বারবার?" - পাশে দাঁড়িয়ে থাকা বাকি বন্ধুদের জিজ্ঞেস করল ও।
"আরে ধুর, সমুদ্রের হাওয়ায় তোর কান বাজছে। ওরকম হয়। এলোমেলো হাওয়া অনেক সময় ফিসফিসানির মত লাগে।"
++++++++++++++
রাত তখন অনেকটাই গভীর । একটা চাপা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল মিশমি-র। বিয়ারের নেশায় ঝাপসা চোখে টলমল পায়ে ব্যালকনির দরজাটা খুলল। একঝলক ঠান্ডা জোলো হাওয়া এসে ঝাপটা মারল চোখে মুখে। ব্যালকনির ঠিক পাশ থেকে একটা ছায়া সরে গেল সমুদ্রের দিকে । ভয় পেয়ে প্রায় চেঁচিয়ে ওঠার ঠিক আগের মূহুর্তে কানের ঠিক পাশে কেউ ঠোঁট রাখল , "শশশশশশশশশশ্..........."
নাহ্ কেউ নেই। কিন্তু শব্দটা স্পষ্ট শুনেছে ও। একটা অদ্ভুত যান্ত্রিক শব্দ শরীরের ভিতর থেকে উঠে এসে ধাক্কা দিতে থাকল ওর বুকে আর তার সাথে ভেসে এলো একটা খুব মিষ্টি গন্ধ। গন্ধটা চেনা , মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। ঘরে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই মাথাটা ঘুরে গেল। তারপর সব কালো।
+++++++++++++++
'বারবার বলছিলাম এতো খাস না। দেখলি তো , যদি বড় কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতো? ম্যাডাম-রা কি বলতো ভাব একবার!' - চোখ খুলতেই পাশ থেকে রুমেলার তীব্র ভর্ৎসনা কানে এলো মিশমি-র।
-"আসলে মাথাটা ঘুরে গিয়েছিল রে। আর একটা মিষ্টি গন্ধ....."
- 'গন্ধ? শালা মদের সাথে কি পারফিউম মিশিয়ে খাস নাকি?'
মিশমি আর কথা বাড়ালো না। বাড়ানোর মত নেইও কিছু।
+++++++++++++++++
সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল ও। হঠাৎই নাকে এসে ধাক্কা দিল আগের রাতের সেই মিষ্টি গন্ধটা। 'গোলাপের গন্ধ? এত মিষ্টি?' - মনে মনে ভাবল মিশমি।
এবার আর মাথা ঝিমঝিম করলনা, বরং মিশমি মন্ত্রমুগ্ধের মত চলতে লাগল সেই গন্ধের উৎস লক্ষ্য করে। কতক্ষণ এইভাবে চলেছে তা ঠিক জানা নেই, তবে সম্বিৎ ফিরতে নিজেকে আবিষ্কার করল একটা জঙ্গলের মধ্যে, সম্পূর্ণ একা। সারা পৃথিবীর সব শব্দ যেন কোনো এক দুর্ভেদ্য অদৃশ্য বলয়ে বাধা পরেছে এই জঙ্গলের বাইরে। কোনো পশু পাখি তো দূর , কোনো কীট পতঙ্গের শব্দও নেই। একটা হালকা নীল বর্ণের আলো দেখা যাচ্ছিল দূর থেকে, সেটা বাধা পড়ল দূর থেকে এগিয়ে আসা একটা আবছা অবয়বে। মিশমি, ভয় ও বিস্ময়ের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র চেয়ে রইল মন্ত্রমুগ্ধের মত। সেই ছায়াটা এগিয়ে এলো আরো সামনে, আস্তে আস্তে স্পষ্ট হ'ল সেই অবয়ব-টি । এক সুন্দর সুঠাম চেহারার পুরুষ। ভগবান কি? হতেও পারে! মিশমি কোনো রকমে চিৎকার করতে যেতেই সেই অবয়বটি নিজের ঠোঁটের উপর একটি আঙুল তুলল..... "শশশশশশশশশশশ্........"
একটি অদ্ভুত সুন্দর গোলাপ বের করে এগিয়ে দিল মিশমি-র দিকে। সুন্দর মাদকতাময় গন্ধে ভরে গেল চারদিক। কাঁপাকাঁপা হাতে গোলাপটা নেওয়ার জন্য হাত বাড়ালো মিশমি। সেই সুন্দর সুঠাম চেহারার পুরুষটির হাতে ছোঁয়া লাগল মিশমির , একটা বিদ্যুতের ঝলকানিতে অনেক গোপনিয়তা চুরমার করে ভেঙে গেল, অনেক অজানা সত্যি কুয়াশার চাদর সরিয়ে প্রকাশিত হল..... শুধুমাত্র তার কাছে...আর সেই অজানা অচেনা অবয়বটির কাছে, যার পরিচয় এখন আর অজানা নয় মিশমি-র কাছে।
++++++++++++++++
'অ্যাই মিশমি, মিশমি ওঠ! দ্যাখ তো মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেছে!......অ্যাই মিশমি....'
চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরালো রুমেলা। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল মিশমি। বেশ কিছুটা দূরে থাকার জন্য বাকিদের ওকে দেখতে পেতে একটু বেশি সময় লেগে যায়।
হোটেলের রুমে ফিরে প্রণামের ভঙ্গিতে কপালে মাথা ঠেকিয়ে তিথি বলল, 'আজ শেষ রাতটা অন্তত আর কিছু ঝামেলায় ফেলিস না মা। কলকাতা ফিরে যত খুশি নাটক দেখাস।'
++++++++++++++++++
ঘড়িতে সময় দেখলো মিশমি, রাত দুটো। রুমের বাকি দু'জন অঘোরে ঘুমাচ্ছে। খুব সাবধানে দরজা খুলে করিডর পেরিয়ে নীচে নেমে এলো। হোটেলের বাইরে বেরিয়ে এসে পা রাখল নরম বালি-তে। প্রচন্ড হাওয়ায় এলোমেলো চুলগুলো উড়ে চলেছে অবিন্যস্ত ভাবে। মিশমি ওর হাউসকোটের পকেটে হাত ঢুকিয়ে খুব সন্তর্পনে বের করে আনল একটা অপূর্ব সুন্দর গোলাপ। হাতে নিয়ে এগিয়ে চলল সমুদ্রের দিকে। এই গোলাপ-টা হার্পোক্রেটস্-এর দেওয়া। নিঃশব্দতা আর গোপনীয়তা-র ভগবানের তার মানস-প্রেমিকা কে দেওয়া ছোট্ট উপহার। তার পরিচয় গোপন থাকবে শুধুমাত্র মিশমি-র কাছে। তার নিঃশব্দে বলে দেওয়া সমস্ত কথা শুনবে শুধু একজনই, মিশমি। তার ভালোবাসার ডাক উপেক্ষা করার ক্ষমতা ওর নেই। সমুদ্রের অনেকটা দূরে একটা নীলচে আলোর রেখা দেখা গেল। একচিলতে হাসি খেলে গেল মিশমির ঠোঁটে..........
'শশশশশশশশশশশশ্ ....….' নিজের ঠোঁটে আঙুল রাখল মিশমি। একহাতে গোলাপ-টা ধরে পা রাখল সমুদ্রের জলে। তারপর এক -পা ,দু-পা করে এগিয়ে চলল সেই নীল আলোর উদ্দেশ্যে।
-------------------------------------------------------------------
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments