কর্মফল Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
কর্মফল
টিং টিং টিং
এই অসময়ে কলিং বেলের শব্দ শুনে বেজায় বিরক্ত হলেন অনিন্দিতা, বেলা ৩ টে বাজে এই সময় কেউ কারোর বাড়িতে আসে??? মানুষের সাধারণ কান্ডজ্ঞান আস্তে আস্তে লোপ পেতে চলেছে। এখন দরজা খুললেই বলবে "এই অসময়ে বিরক্ত করার জন্য সরি"
এই 'সরি' শব্দটা একদম নাপসন্দ অনিন্দিতার। প্রথমে ভুল আর তারপরে সরি। 'সরি' যখন বলা তখন ভুল করার মানে টা কি???
টিং টিং
ওই আবার, এবার তো উঠতেই হবে। কাজের লোক নেই, আসবে সেই বিকাল ৫ টা। নিজেকেই উঠতে হবে। বয়েস ৭০, এই বয়সে এসে, বসে উঠতে গেলে কষ্ট যে কি , সেটা ভালো ভাবে বোঝা যায়। ধীরে ধীরে দরজার দিকে এগোলেন, দরজা খুলতেই একটি ছেলে নমস্কার করলো, পরনে ছাই রঙা জামা আর তার সাথে ম্যাচিং প্যান্ট, বেশ ফিট ফাট, দেখেই বোঝা যাচ্ছে কোনো কোম্পানি তে কাজ করে। আগে যখন অনিন্দিতা ডাক্তারি করতেন তখন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ আসতো তার সাথে দেখা করতে, এই ছেলেটিও ঠিক সেরকম। শুধু ব্যতিক্রম হাতে ঘড়ির জায়গায় রুদ্রাক্ষ।
নমস্কার ম্যাডাম। আমি মৃত্যুঞ্জয় । এই সময় বিরক্ত করবার জন্য সরি। একটা দরকারে এসেছি।
আচ্ছা দরকার যখন, তখন একটু সময় টা দেখে নিলে হয় না??? এই অসময়ে কেউ কারোর কাছে আসে। আমি একজন বৃদ্ধা, দুপুর বেলা একটু বিশ্রাম করি।
বুঝতে পারছি, কিন্তু এই দুপুর বেলা একটু নিরিবিলি পরিবেশে আমার আসতে একটু সুবিধে হয়।
কেনো বাপু?? লোকজন ভালো লাগে না???
না না সেটা নয়, ওটা আমার একটা সমস্যা, আমি একটু নিরিবিলি জায়গা পছন্দ করি।
তা কি কাজে এসেছিলে???
বলছি, ম্যাডাম একটু জল পাওয়া যাবে??? খুব তেষ্টা পেয়েছে। আসলে আমি আমার জলের পাত্র টা রেখে এসেছি কিনা, তাই যদি একটু জল পাওয়া যেত।
দিচ্ছি, দাঁড়াও, ভেতরে এসে ফ্রিজ থেকে জলের বোতল বার করে একটা গ্লাস এ ঢেলে নিয়ে এলেন অনিন্দিতা। যত ঝামেলা, একে তো এই অসময়ে এসেছে তাও আবার জল খাবে, একটা জলের বোতল নিজের ব্যাগে মনে করে ভরে নিলেই তো হয়।
জলের গ্লাস টা শেষ করে ছেলেটি বললো, বাঁচালেন ম্যাডাম, খুব জল তেষ্টা পেয়েছিলো।
আচ্ছা ঠিক আছে, এবার বলতো কি দরকারে এসেছিলে???
আসলে আপনাকে একটা টাকা দেবার জন্য।
টাকা??? কিসের টাকা।
ওই আপনি যে বীমা টা করিয়েছিলেন, ২০ বছর আগে। সেটা ম্যাচিওর হয়েছে তো। সেটাই দিতে এসেছি।
আমি বীমা করিয়েছিলাম??? কই মনে পড়ছে নাতো।
হয়তো মনে নেই, ২০ বছর আগের কথা।
না বাপু তোমার কিছু ভুল হচ্ছে, আমি কোনো বীমা করাই নি।
করিয়েছিলেন ম্যাডাম, এই দেখুন আমি পুরো টাকা টা এনেছি ক্যাশ করে, এটা আপনার।
কিন্তু বীমা কোম্পানি তো ক্যাশ এ টাকা দেয় না। কিছু ভুল হচ্ছে।
না ম্যাডাম, আচ্ছা এই দেখুন সার্টিফিকেট । রিসিট ও আছে। এটা আপনারই টাকা। আসলে চেক এ দিতে একটু সমস্যা ছিল। তাই ক্যাশ করেই পাঠানো হয়েছে।
কাগজ গুলি দেখে অবাকই হলেন অনিন্দিতা। সত্যি তো এই বিমার কথা মাথাতেই আসেনি। মনেও পড়ছে না কবে করিয়েছিলেন। কিন্তু যে কাগজ তার হাতে, তাতে তো কোনো সন্দেহর অবকাশ নেই।
ম্যাডাম আমি কি টাকা টা দেবো??
এতো গুলো টাকা, ৫ লক্ষ, তুমি কি কিছু এনেছো??? মানে এত গুলো টাকা তো আর ব্যাগে করে অনোনি।
তাই এনেছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আপনি এই ব্যাগ টা নিয়ে নিন। এটা আপনার জন্যই আনা।
ব্যাগ টা অনিন্দিতার হতে তুলে দিলো ছেলেটি, অনিন্দিতা চোখের কোণে একটুকরো জল নিয়ে ভাবছে কি বলবে, এর আশা তো করেন নি। এখনও বিশ্বাস হচ্ছে না, বিমার কথা এখনও মনে পড়ছে না।
ম্যাডাম, একটা কথা বলবো???
ছেলেটির কোথায় হুঁশ ফেরে অনিন্দিতার।
হ্যাঁ, বাবা বলো। আপনি আশা করি এবার আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। ২০ বছর আগে একটা ভালো কাজ করেছিলেন আপনি । দেখুন কত ভালো ফল পেলেন।
সত্যি তাই, ভাবতেও পারছিনা। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো।
আরে না না, ধন্যবাদ কেনো দেবেন, পারলে একটা বেলপাতা দেবেন। আমি আসি। ভালো থাকবেন ম্যাডাম।
অনিন্দিতা বুঝতে পারলো না, বেলপাতা??? কোথায় দেবে??? শুধু দেখলো ছেলেটির দুটো চোখ। এই চোখের জ্যোতি ভোলার নয়, ঠিক যেনো তার ....................
***********************
রামেশ্বরম এর শিবলিঙ্গে পূজা সেরে বেরোলেন অনিন্দিতা। তার ইচ্ছা পুর্ন হলো। ১২ টি জ্যতিরলিঙ্গতে পূজা দেবার ইচ্ছা বহুদিনের। জিতু তার একমাত্র ছেলে, রাগের বশে বাড়ি ছেরে চলে গেলো, যাবার সময় বলেছিলো কোনোদিন মা বাবার মুখ দর্শন করবে না। সেই শোকে অনিন্দিতার স্বামী দেহত্যাগ করলেন। অনিন্দিতা তার জমানো সমস্ত টাকা খরচ করেও জিতুর সন্ধান পেল না। সমস্ত জমানো পুঁজি শেষ করেও বিফল হলো। সেই সময় হঠাৎ করে ৫ লক্ষ টাকা হাতে পেয়ে মনের ভেতরের একটা ভাবনা জেগে উঠলো। ১২ টি জ্যতিরলিঙ্গের পূজা দেবে অনিন্দিতা, মহাদেবের কাছে শেষ প্রার্থনা। ছেলেকে ফিরিয়ে দাও, মরার আগে একটিবার দেখতে চাই।
রামেশ্বরম মন্দির থেকে বেরিয়ে একটি খাবারের দোকানে বসলো অনিন্দিতা, নিজের ব্যাগ ঘেঁটে খুচরো পইসা বার করছে, সেই সময় একটা ডাক কানে এলো, "মা"
অবাক অনিন্দিতা, তার সামনে দাঁড়িয়ে জিতু। হে দেবাদিদেব এই কি তোমার লীলা???
মা তুমি, এখানে???
কোনো কথা না বলে এক নিমেষে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো অনিন্দিতা। চোখ থেকে বয়ে চলেছে সেই আনন্দধারা।
*****************
কলকাতায় ফিরে অনিন্দিতার আনন্দের শেষ নেই, ছেলে নাতি বউ। কত মান অভিমান, কত কষ্ট আজ সব শেষ। এখন শুধু আনন্দ, নিজেদেরকে ফিরে পাবার আনন্দ।
অনেকদিন বাদে ঘুমালো অনিন্দিতা। আজ নিশ্চিন্ত, শান্তির ঘুম। ঘুমের মধ্যে দেখলো এক স্বপ্ন।
একটা অপারেশন থিয়েটর, বেডে একটা মহিলা শুয়ে আছে, এই দৃশ্য অনিন্দিতার চেনা। প্রায় ২০ বছর আগে এই মহিলা ভর্তি হয়েছিলেন নার্সিং হোমে। অপারেশন করতে হবে, কিন্তু মহিলার হার্ট রেট এত কম যে সার্জারি করা প্রায় অসম্ভব। অনিন্দিতা সেই অপারেশন করে সফল হয়েছিলেন। যে পরিবার এসেছিল তাদের অর্থনীতিক অবস্থা খুবই খারাপ। সেই কারণে অনিন্দিতা অপারেশনের সব খরচ নিজে হাতে বহন করে। একটি প্রাণ বেঁচে যায়। ঠিক তার প্রায় ২০ বছর পরে যখন তার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে নিজের ছেলেকে খুঁজতে যেতে পারছে না, সেই সময় একজন এসে ৫ লক্ষ টাকা দিয়ে যায়।
অনিন্দিতার ঘুম ভেঙে যায়, বহু কষ্টে খাট থেকে নেমে কাঁপা কাঁপা হাতে আলমারি খুলে সেই বিমার কাগজ বের করে। কই কিছুই তো লেখা নেই, লেখা গুলো যেনো কেউ রাবার দিয়ে মুছে ফেলেছে। সাদা কাগজে শুধু একটা বেলপাতার চিহ্ন। অনিন্দিতার বুঝতে দেরি হলো না, সেদিন দুপুরে কে এসেছিল।
নাম বলেছিল মৃত্যুঞ্জয়, ১০৮ নামের একটা। জলতেস্টা পেয়েছিল তার, পাবে না??? গঙ্গা কে যে নামিয়ে এসেছিল কোথাও। চোখের জ্যোতি ঠিক অনিন্দিতার ঠাকুরঘরে সিংহাসনে বসানো দেবাদিদেব মহাদেবের ছবির মতো, আর হাতে রুদ্রাক্ষ।
সে এসেছিল ..............
সমাপ্ত
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments