অর্ঘ্য Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
কলকাতার একটি বড় কোম্পানিতে অর্ঘ্য চাকরি করে। বাড়িতে অর্ঘ্যের বাবা মা আর ভাই দীপ থাকে। অর্ঘ্য আর দীপ দুজন জমজ।জমজ হওয়ার কারণে দ্বীপ থাকত বাবা মায়ের কাছে আর অর্ঘ্য তার মামার বাড়িতে।সেখান থেকেই সে তার পড়াশুনো শেষ করেছে।এখন সবাই একসাথেই থাকে। দীপও এখন একটি বড় অফিসে চাকরি করে।যদিও অর্ঘ্যের থেকে দ্বীপ বরাবরই পড়াশোনাতে অনেক ভালো।অর্ঘ্য তার অফিসে যথেষ্ট মন দিয়েই কাজ করে।
কাজের প্রতি তার মনযোগ সবসময়ই স্থির।তার এত dedication থাকা সত্বেও সে কিছুতেই এগোতে তে পারছে না। তার নিচের post এ কাজ করা Employe রা তার থেকে উপরে চলে যাচ্ছে।আজই তো একজনের promotion হলো।অর্ঘ্য কিছুতেই বুঝে উঠতে পারছে না তার ভুল কোথায় হচ্ছে, কেন সে এগোতে পারছে না।ধীরে ধীরে সে যেন পাগলের মত হয়ে যাচ্ছে।কেউ যেন তাকে পেছনে টেনে রেখেছে।
নিজেই নিজেকে হারিয়ে ফেলছে যেন।
শুধু কারণ টাই সে বুঝে উঠতে পারছে না।নিজেকে ভীষন একলা মনে হয় তার।আগে স্কুলে কলেজে তার কত বন্ধুবান্ধব ছিল। এখন তারা সবাই বড় হয়েছে,সবাই নিজেদের কাজে ব্যস্ত।বাড়ি ফেরার পথে ট্রেনে বসে এই সবই ভাবছে অর্ঘ্য।ট্রেনে একঘণ্টা লাগে তার বাড়ি ফিরতে।জানালার ধারে ফুরফুরে হাওয়ায় সে সবকিছু ভুলে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানেনা। হঠাৎ করে ঘুমটা ভাঙল কেউ তাকে কাঁধে হাত দিয়ে ডাকছে।
অর্ঘ্য বাইরেটা চেয়ে দেখল তার স্টেশন সে অনেক আগেই ছেড়ে এসেছে।এরকম টা তার সাথে এই প্রথম হল,এর আগেও অনেক বার সে ঘুমিয়ে গেছে,আবার স্টেশন আসবার আগেই সে জেগে উঠেছে।এক দুবার অমিত ডাকবার পরই সে জেগে উঠলো। উঠে বসতেই সে তাকে বলল এদিকে কোথায় যাচ্ছিস ?ভালো আছিস তো? অমিতকে দেখে অর্ঘ্য একটু অবাক হল।তার একটা পা নেই Hand Walker এর সাহায্যে চলাফেরা করে।ও হ্যাঁ, অমিত হল অর্ঘ্যের স্কুলের বন্ধু।স্কুলে অমিত,নয়ন,শুভ,রানী,আর সুজাতা একসময় তাদের ছয়জনের বন্ধুত্ব ছিল বেশ।
হঠাৎ করে সমস্ত স্মৃতি মনে পড়ে গেল অর্ঘ্যের। অমিতকে দেখে তার পায়ের ব্যাপারে জিজ্ঞাসা করল অর্ঘ্য!তখন অমিত তাকে সব কিছু বলল। তাদের সমস্ত আনন্দের ঘটনার সঙ্গে একটা দুঃখের ঘটনাও ছিল।সে বার college admission test এর আগে অর্ঘ্যের ভীষন জ্বর হয়। এটা শোনার পর তার বন্ধুরা তার বাড়িতে তাকে দেখতে আসে।
তারা ঠিক করে যে অর্ঘ্য যদি পরীক্ষা না দিতে পারে তাহলে তারাও পরীক্ষা দেবে না।অর্ঘ্য সুস্থ হলে একসাথেই পরীক্ষা দেবে।তাতে যদি তাদের একবছর নষ্টও হয় তাই হবে।সেদিন অর্ঘ্যের সাথে দেখা করে ফেরার পথেই তাদের accident হয়।আর তাতে নয়ন,শুভ,রানী,সুজাতা সবাই মারা যায়,শুধু অমিত একাই রক্ষা পায়। সেই accident এর ক্ষত এখনো রয়ে গেছে। সেদিন তার পায়ের উপর থেকে গাড়ি চলে যায়,তার একটা পা বাদ দিতে হয়।
এসব কিছু শোনার পর অর্ঘ্য ভীষণ অবাক হল।সেদিন জ্বরের কারণে অর্ঘ্য পরীক্ষা দিতে না পারলেও,অর্ঘ্যের বাড়ির লোক সেদিন অর্ঘ্য আর দ্বীপ এর জমজ হওয়ার সুযোগ টা নিয়েছিল।সেদিন তারা চালাকি করে অর্ঘ্যের জায়গায় দীপ কে পরীক্ষা তে বসিয়ে দেয়। যেহেতু অর্ঘ্যের থেকে দ্বীপ পড়াশোনাতে ভালো তাই পরীক্ষা দিতে তার কোন অসুবিধে হয়নি। বরং অর্ঘ্যের চেয়ে আরো ভালো পরীক্ষা দিয়েছে।
সে দিনের পর থেকে তাদের আর কোনো যোগাযোগ নেই।মামাবাড়ি থেকে সে নিজের বাড়িতে ফিরে গেছে।আসলে তখন মোবাইলের এত বেশি ব্যবহারও ছিল না।যাইহোক কিন্তু ইচ্ছে থাকলেই যে উপায় হয়।অর্ঘ্য প্রায় তার বন্ধুদের ভুলেই গিয়েছিল।আজ এতদিন পর সব কিছু ঘটনা যে এভাবে তার সামনে আসবে তা সে কল্পনাও করতে পারেনি। একমুহূর্তে সে মনে মনে ভাবতে লাগল তার কাজের যায়গাতে এত সমস্যা,পিছিয়ে পড়ার কারন টা কি এটাই।
সব কিছু বুঝে ওঠার পর নিজেকে ভীষণ ছোট মনে হতে লাগল তার।এরমধ্যেই অমিতের স্টেশান আসতে সে নেমে গেল।অমিত নেমে যাওয়ার পর অর্ঘ্য ভাবল তার যে এখনো অনেক কথা বলাই হল না।তাকে যে ক্ষমা চাইতেই হবে অমিতের কাছে,তার বাকি বন্ধুদের সাথে তো আর তার দেখা হবে না।।
ট্রেন থেকে নেমে অমিত নিশ্চই বাড়িতেই ফিরবে।এই ভেবে সেও নেমে গেল ট্রেন থেকে।তার বন্ধুদের সবার বাড়ি অর্ঘের চেনা।কোনোকিছু না ভেবে সে পৌঁছে গেল অমিতের বাড়িতে।তাদের বাড়িতে তার মা বাবা আর তার বড় ভাই রা থাকে।পৌঁছেই অর্ঘ্য প্রণাম করল অমিতের মা বাবাকে।তারপর নিজের পরিচয় দিয়ে অমিতের কথা জিজ্ঞাসা করাতে তারা একটু অবাক হলেন।কোনোভাবে মনকে শক্ত করে তারা উত্তর দিলেন অমিত যে আর নেই।
সেদিন accident এ পায়ে চোট লেগে একটা পা বাদ দিতে হয়। তার পরেও বেঁচে ছিল একমাস,তারপর সহ্য করতে পারেনি।অর্ঘের মনে তখন নানা প্রশ্নের ভীড়,তার সঙ্গে যে অমিতের ট্রেনে দেখা হল,কথা হল!এ কিভাবে সম্ভব!এর মধ্যেই অর্ঘ্যের নজর পড়ল দেওয়ালে অমিতের গলায় মালা দেওয়া ছবি টার দিকে।গা টা ছমছম করে উঠল তার।তারপর সেখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল।মনের মধ্যে যেন অপরাধ বোধ কাজ করছে তার।
শুধু একটাই আফসোস,তার যে কারো কাছেই আর ক্ষমা চাওয়া হল না !!
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments