তার_প্রতি_শোধ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
আজ ঘরের তালাটা খুলতে একটু বেশী হাত কাঁপছে শিউলির, আজ তিনদিন এরকমই হচ্ছে, বাড়ি ফিরে ঘরের তালা খুলতেই মনে হয় তার পিছনে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে ঠিক সেইরকম আওয়াজ করে.....
এ শব্দ খুব চেনা তার, দশ বছর শুনে অভ্যস্ত সে। কেউ এক পায়ে স্ক্র্যাচ নিয়ে হাঁটলে যেমনটা শুনতে লাগে....
কোনোরকমে ঘরের তালা খুলেই হাঁপাতে হাঁপাতে হাত বাড়িয়ে সুইচবোর্ডের সুইচগুলো সব খটখট করে টিপে দিলো, না আলো-পাখা তো চলছেনা, হাতড়ে কুলুঙ্গি থেকে আধগলা মোমটা কোনোরকমে জ্বালালো। উফফ.. একটু আলো হোলো....
ধুপ করে ঘরের মেঝেতে বসে পড়লো শিউলি। কলসি থেকে জল গড়িয়ে একটু গলায় ঢালবে, এমন সময় একটা শব্দ শুনতে পেয়ে বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেলো তার। একটা ক্যাঁএএচ ক্যাঁএএচ আওয়াজ হচ্ছে,
হ্যাঁ ঠিক...... ঠিক সিলিং পাখাটা দুললে যেমন হয়...ঠিক তেমন
কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে শিউলির। ঘুরে দেখলো উপর দিকে, আধো আলো-আঁধারীতে ঠিক সেদিনের মত শিবুর নিথর দেহটা ঝুলছে পাখার সাথে, আর দুলছেও।
প্রচন্ড ভয় আর আতঙ্কে চোখ দিয়ে যেনো এবার জলের সাথে রক্ত বেরিয়ে আসবে। বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলো ঝুলন্ত শিবুর দিকে, গলাটা যেনো বুজে আসছে ওর, চেঁচাতেও পারছেনা।
কেইবা আসবে তার ডাকে, কলোনির কারোর সাথেই তো ভালো ব্যবহার করেনি কোনোকালে, তাই ও মরলেও কেউ আসবেনা।
শিউলি দেখছে শিবুর শরীরটা হাওয়ায় ভেসে ভেসে ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে যেন......
কেউ যেনো শিউলিকে জোর করে আটকে দিয়েছে মেঝের সাথে, উঠতে পারছেনা.....
শিবুর মুখটা হঠাৎই উল্টো হয়ে নেমে এলো শিউলির মুখের ঠিক সামনে,ভারী গলায় বললো "কিরে শিউলি, ভয় করছে????
মনে পড়ছে কিছু...... " বলেই এক অপার্থিব হাসিতে ফেটে পড়লো শিবু.....
সব মনে পড়ছে শিউলির একটু একটু করে, সেদিন তার রসের নাগর কম্পাউন্ডার দীপেনের সাথে মিলে দরজার খিলটা দিয়ে মেরে মেরে আধমরা করে দেয় শিবুকে, তার পর ওই একপা খোঁড়া প্রায় ওজনহীন ওর স্বামী শিবুর দেহটা ওর লুঙ্গি দিয়েই পাখার সাথে ঝুলিয়ে দেয় ওরা.....
গোটা ঘরে বাজছে শিবুর গলা, একনাগাড়ে বলে চলছে ও, " আজ তোর পালা রে, আজ যে আমার শোধ নেওয়ার দিন..."
ওই হাসির শব্দে যেন এবার কানটা ফেটে যাবে শিউলির।
হঠাৎ শিবুর স্ক্র্যাচটা হালকা অন্ধকারের মধ্যেই তার দিকে নেমে আসতে দেখে শিউলি, শুধু ফটাস করে একটা আওয়াজ....
দেওয়ালে ছিটকে পড়লো তাজা রক্ত।
পরদিন সকালে মাথাফাটা রক্তাক্ত প্রাণহীন দেহটা দেখলো কলোনির সবাই।
তার প্রতি-শোধ আজ পূর্ন হোলো........
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments