লিফ্টে_কে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#লিফ্টে_কে
#সত্যঘটনাঅবলম্বনে
৯০ এর দশক:
শহরের এক নামি মেডিকেল কলেজ থেকে MBBS সদ্য পাশ করেছে অণীক। শহরাঞ্চলের এক হাসপাতালে join করেছে practice এর জন্য। যখন যেমন duty পরে মন দিয়ে duty করে যায়। খুব একটা উন্নত মানের না হলেও বেশ নামডাক আছে হাসপাতাল টির ওই শহরাঞ্চলে। তবে ওই হাসপাতালেই তাঁর সাথেই ঘটে যাওয়া একটি ঘটনার কূলকিনারা খুঁজে পায়না এই একবিংশ শতাব্দীতে ও শহরের নামী ডক্টর অণীক। তাঁর আজ ও স্পষ্ট মনে পড়ে এক বৃষ্টির রাতে duty শেষ করে অণীক লিফ্টে উঠেছে। খেয়াল করে অনান্য দিনের তুলনায় আজ যেন লিফটের আলোর দীপ্তি কম আর দপ্ দপ্ ও করছে । তাছাড়া লিফট ম্যান ও নেই! কিন্তু লিফট খালি নয়! সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। এই ব্যাপার গুলো ছাড়াও আরো একটা ব্যাপার খেয়াল করে অণীক> লিফটের আবহাওয়া টা বাইরের থেকে বেশি ঠান্ডা>এতটাই যে তাঁর গায়ে কাঁটা দিচ্ছে রিতিমত!"হয়তো একনাগাড়ে বৃষ্টির জন্য ই এমনটা!" ভাবে সে। যাই হোক! বিষয় গুলো তে আমল না দিয়ে একে বারে ground floor রের বোতামে চাপ দেয় অণীক। এখানেও সে অবাক হয় এই দেখে যে লিফটের আর কোনো বোতামে লাল আলো জ্বলছে না! "এমনটা হয় নাকি?!" " গন্তব্য floor না জানান দিলে লিফট এমনি ই তো চলবে না!" " অবশ্য আমি ই তো বোতাম টিপে উপরের floor থেকে লিফট নামালাম" । কিছুটা আশ্বস্ত হলো সে। এবং কৌতুহল বশত পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে খুঁটিয়ে দেখতে থাকে সে। এবং একটু দেখেই বুঝতে পারে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো ডাক্তার বা স্টাফ নয়! লোকটির পরনে পেশেন্ট এর পোশাক! বুঝতে পেরেই কপালে ভাঁজ পড়ে অণীকের। তাঁর মাথা ততক্ষনে বিশ্লেষণ করতে শুরু করেছে! অণীক যে floor থেকে উঠেছে তার উপরে আর একটাই floor আছে যেখানে emergency র পেশেন্ট দের রাখা হয়! "এই লোকটিকে দেখে তো বয়স্ক মানুষ বলে মনে হচ্ছে"! "তবে কি ভদ্রলোক কোনোভাবে পালানোর চেষ্টা করছেন?!"" কিন্তু তা কি করে সম্ভব?!" "Emergency ward এর security ব্যবস্থা তো যথেষ্ট ভালো"! " আর এমন একজন জলজ্যান্ত মানুষ ward থেকে বেরিয়ে লিফটে উঠে গেল কেউ খেয়াল ও করলো না?!" আর বেশি না ভেবে অণীক সরাসরি ভদ্রলোক টিকেই প্রশ্ন করল " এই যে দাদা শুনছেন? আপনি কে?! কোথায় থাকেন?! কতো নম্বর বেড আপনার?! এত রাতে কোথায় যাচ্ছেন আপনি?! আপনার সাথে আর কেউ নেই কেন?!" অদ্ভুত ভাবে ভদ্রলোক যেন কোনো কথা শুনতেই পেলেন না!!! আরো কিছু বলতে যাবে অণীক এমন সময় ground floor এ লিফট পৌঁছে যায়। আর ভদ্রলোক ও যেন হাওয়ায় ভাসতে ভাসতে লিফটের থেকে বেরিয়ে যান, ঠিক ওনার পেছন পেছন অণীক ও। ভদ্রলোক যেন হাওয়ায় ভাসছেন! অণীক প্রায় ছুটতে থাকে! খেয়াল করে লম্বা করিডরের আলো গুলো লিফটের আলোর মতোই দপদপ করছে! একটু অবাক হয় সে! " গোটা হাসপাতালের সব আলোই কি একসাথে খারাপ হয়েছে! কিন্তু লিফটে ওঠার আগে পর্যন্ত তো সব ঠিক ছিল!" " আর করিডর ই বা এত ফাঁকা কেন?!" অণীকের চোখে পড়ল দারোয়ান collapsible gate এর সামনে বসে ঝিমুচ্ছে! দৌড়ে গিয়ে এক ধমকে তাঁকে তুলে লোকটির ব্যাপারে প্রশ্ন করতেই খেয়াল করলো " কেউ কোথাও নেই"!!! অথচ ভদ্রলোক অণীকের থেকে এক হাত দূরেই তো ছিল! তবে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল?! দারোয়ান ও মাথা নাড়িয়ে জানালো ডক্টর অণীক কে ছাড়া আর কাউকেই সে দেখেনি! Collapsible gate পেরিয়ে হাসপাতালের চাতাল তারপর main gate। চাতালে দাঁড়িয়ে থাকা আরো দু তিন জন staff ,ward boy ও তাঁকে জানালো তাঁরাও কাউকে দেখতে পায়নি!!!! ব্যাপার কিছুই বোধগম্য হয় না অণীকের! " লোক টা কি তাহলে উবে গেল?!" সে তারপর পরিমরি করে ছোটে top floor এ যেখান থেকে ভদ্রলোক লিফটে উঠেছিলেন!!! বিস্ময়ের সাথে খেয়াল করে যে এইবারে কিন্তু সব জায়গার আলো ঠিক ই আছে এমনকি লিফটের temperature ও normal > আগের মতো গায়ে কাঁটা দেওয়া ঠান্ডা নয়!!! Top floor এ গিয়ে সে খোঁজ খবর নিতে থাকে! এবং জানতে পারে duty রত নার্স staff রা গত এক ঘন্টার মধ্যে ward থেকে লিফট অব্দি যাওয়ার একমাত্র করিডরে কাউকেই দেখেনি! এবং আরো জানায় যে ওই floor রের একমাত্র ward এ একটিই বৃদ্ধ পেশেন্ট ভর্তি ছিলেন যিনি এই কিছুক্ষন আগেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন!
অণীক সেদিনকার মতো আজ ও বুঝে পায় না সেদিন
লিফটে কে তাঁর সাথে ছিল!!!!!!!!!!!
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments