Header Ads Widget

লুকোচুরি

লুকোচুরি Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)





#গল্প : লুকোচুরি


আবার পাশের ঘর থেকে শুনতে পেলো মা কথা বলছে,
- তুমি আজ দেরী করে এলে কেন? বাবু এসেছে। দেখা করেছো ওর সাথে? "
মলয় ঘড়িতে দেখলো রাত আড়াইটে বাজে। ও জানে মা বাবাকে খুব মিস করে। তাই বাবার স্বপ্ন দেখে বিড়বিড় করে। কিন্তু এটা বুঝতে পারে না বিনা হাওয়ায় পর্দাগুলো কেন ওড়ে। কেন বাথরুমের কলটাতে জল পড়ে আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দীর্ঘ বারো বছর পর বাড়ি ফিরেছে মলয়। 

পরদিন মাকে জিজ্ঞেস করল,
- "তুমি রাতে কার সাথে কথা বলো মা?"
-"কেন, তোর বাবার সাথে। ও রোজ আসে তো। "
মায়ের মুখে আজগুবি কথাগুলো শুনে মলয়ের খানিকটা বিরক্তি হলো।
-" কি যা তা বলছো। বাবা মারা গেছে তিন বছর হলো।"
মলয়ের মা একটুও বিরক্ত হলো না। হেসে বললো,
-" বারো বছর বাদে তুই নিজের বাড়িতে ফিরেছিস। কত যে খুশি হয়েছে মানুষটা! সেই কবে বাড়ি ছেড়ে আশ্রমে গেছিলি। "
আঁচলের কোনাটা দিয়ে চোখের জল মুছলেন তিনি। সত্যিই মলয়কে সেই কোন ছোটবেলায় আশ্রমে দিয়ে এসেছিলো ওরা। ও তখন একটা মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলো। আশ্রমে চিকিৎসা, পড়াশোনা দুটোই করে এই দিন তিনেক হলো বাড়িতে ফিরেছে। সারাদিনটা ভালোই কাটে মলয়ের । কিন্তু রাতের দিকে একটা অস্বস্তি হয়। মনে হয় মা ছাড়াও যেন বাড়িতে আরও লোকজন আছে। একদিন মাঝরাতে বাথরুমে যাওয়ার সময় খাটের নিচ থেকে কে যেন পা টেনে ধরল। কোন বাচ্চা ছেলের দুষ্টুমির মত । আর একটু হলে পড়েই যেত ও।

আজও ঘুম ভেঙে গেছে মাঝরাতে। মোবাইলের ঘড়িতে দেখলো আড়াইটে বাজে। একটু যেন শীত শীত করছে। হঠাৎ মনে হলো একটা ছায়া ঘর থেকে বাইরের ঘরে চলে গেলো। তখনই পাশের ঘর থেকে শুনতে পেল,
-" তুমি একাই এসেছো তো নাকি সাথে আরো কেউ...... "।
এটকু বলেই চাপা কান্নার আওয়াজ পেলো মায়ের। মা কি জেগে আছে নাকি ঘুমের ঘোরে এসব বলছে। বাবা কি সত্যি সত্যি মায়ের কাছে আসে.......! এসব যখন ভাবছে ঠিক তখনই পেছন থেকে ধাক্কা খেল। একটা বাচ্চার হাত যেন। সঙ্গে সঙ্গে পেছন ঘুরলো ও। নাঃ! কেউ তো নেই। এবার একটা খিলখিল হাসি। হাসিটা খুব চেনা লাগছে । মলয়ের ভেতরে কেমন যেন অনুভূতি হচ্ছে। পুরোনো কিছু স্মৃতি বিদ্যুতের মতো ঝলক দিচ্ছে মাথায়। তাহলে কি বাবা নয়, অন্য কেউ....!
মা তখনও বলে চলেছে,
-" তুমি কিন্তু বাবুর পাশে থেকো সব সময়। "
-"টুকি.... ধরতে পারে না....। "
হঠাৎ কে যেন বলে উঠল। তারপরই ঘরের আলমারিতে দুমদুম করে শব্দ শুরু হলো। মলয়ের মনে পড়লো ছোটবেলায় ও আর ওর ভাই লুকোচুরি খেলত। ওদের লুকোনোর জায়গায় ছিল ছাদ, ঠাকুরঘর, খাটের নিচ, আলমারির ভেতর.......। মনে পরতেই আলমারির পাল্লা খুলে গেলো। ভেতরে একটা বাচ্চা বসে। মলয়ের পাঁচ বছরের ভাই। মলয়ের মাথা ঘুরছে। বাচ্চাটার চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। সে তার সরু সরু হাত দুটো বাড়িয়ে দিলো ওর দিকে।
-"আয় দাদা ছোটবেলার মত লুকোচুরি খেলবো। সেদিন খেলা মাঝপথে থামিয়ে চলে গেছিলি কেন?"
এই বলে দুটো সাঁড়াশির মত হাত মলয়ের গলায় এসে বসলো। সাথে চললো দম ফাটানো হাসি। মলয়ের মনে পড়লো, ছোটবেলায় খেলতে খেলতে একদিন আলমারিতে লুকিয়ে ছিল ওর ভাই। দরজাটা কোনো ভাবে লক হয়ে যায় বাইরে থেকে। সেই সময় মলয়ের কিছু বন্ধু ওকে ডেকে নিয়ে যায় ফুটবল খেলতে। ভাইয়ের কথা মাথা থেকে বেরিয়ে যায় নয় বছরের মলয়ের। ওদের মা তখন পাশের বাড়িতে গেছিলো। বাড়ি ফিরে ভাইয়ের কথা মনে পড়তেই আলমারি খুলেছিলো মলয়। কিন্তু ততক্ষনে বদ্ধ আলমারিতে শ্বাসরুদ্ধ হয়ে শেষ হয়ে গেছিলো ভাই। মা বাড়ি ফিরে দেখে নির্জীব ভাইকে কোলে নিয়ে বসে আছে মলয়। তারপর থেকেই মানসিক অবসাদে চলে যায় সে। তখন বাধ্য হয়ে এই বাড়িতে থেকে সরিয়ে আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় ওকে।

মলয় ভুলে গেলেও ভাই ওকে ভোলেনি। মলয় ক্রমশ আলমারির ভেতরে ঢুকে যেতে থাকে। পাল্লাদুটো বাইরে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। মলয় নিশ্বাসটুকু নিতে পারছে না। এমন সময় কে যেন আলমারির দরজা খুলে দিলো। হুড়মুড়িয়ে মলয় মেঝের ওপর এসে পরলো। অবাক হয়ে দেখলো একটা কালো বড় ছায়া একটা ছোট ছায়াকে নিয়ে ঘরের বাইরে চলে গেলো। পাশের ঘর থেকে মায়ের গলার স্বর পাওয়া গেল,
-" দাদার ওপর রাগ করিস না বাবা! ওটা একটা দুর্ঘটনা। এতো বছর বাদে ও ফিরেছে। তুমি ওকে নিয়ে যাও। ও যেন আর কোনোদিন না আসে। আমার ছেলেটাকে বাঁচতে দাও......। "
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মা। তখনই একটা বাজ পড়লো। ঝড় উঠলো বাইরে। 

সমাপ্ত।













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments